গতকাল শহরে প্রায় ৮৫ কিমি প্রতি ঘণ্টা বেগে কালবৈশাখীর ঝড় বয়ে গিয়েছিল। সেই তাণ্ডবের পর আজ অবশ্য সকল সকাল আকাশে ঝলমলে রোদের দেখা মিলেছে। তবে বিকেল হতেই ফের কি আকাশের রূপ পালটে যাবে? আজও কি কলকাকা এবং আশেপাশের অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? কী বলছে হাওয়া অফিস?
1/5আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজকেও শহরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট। এরপর ১৭ থেকে ২০ মে শহরে জারি থাকবে হলুদ সতর্কতা। (PTI)
2/5১৭ মে কলকাতার আকাশে সেভাবে কালো মেঘের দেখা মিলবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন কলকাতার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে কালবৈশাখীর সম্ভাবনা আছে এদিনও। সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে শহরে। (PTI)
3/5এদিকে ১৮ মে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে শহরে। সেদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। (PTI)
4/5এরপর ১৯ তারিখও মে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে শহরে। সেদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। (PTI)
5/5২০ এবং ২১ তারিখ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়ে হাওয়া অফিস। সেদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই দু'দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। (PTI)