বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। এই আহবে শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়র আকাশ মেঘাচ্ছন্ন। আজও রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টি হতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
1/6আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। পাশাপাশি কালবৈশাখীর পরিস্থিতি হওয়ার সম্ভাবনাও রয়েছে মহানগরী এবং আশেপাশের অঞ্চলে। এদিকে আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। (HT_PRINT)
2/6আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমী অক্ষরেখা পশ্চিম থেকে পূর্ব দিকে সরছে। ফলে পশ্চিমী শুকনো বাতাস আর বঙ্গোপসাগরের জলীয় বাতাসের সংমিশ্রণে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। যে কারণে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতও হচ্ছে। আপাতত জলীয় বাষ্প ঢোকার প্রক্রিয়া চলতেই থাকবে। ফলে বৃষ্টি সম্ভাবনা আরও কয়েকদিন থাকবে। (HT_PRINT)
3/6আজ শুক্রবার দিনের কলকাতা ও আশেপাশের আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ও ২২ ডিগ্রির আশেপাশে থাকবে। এর আগে বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৮ শতাংশ। (HT_PRINT)
4/6এদিকে কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও ঝড়বৃষ্টি হয় গতকাল রাতে। অনেক জায়গাতে শিলাবৃষ্টিও হয়। ঝড় হয়েছে কলকাতা সংলগ্ন দমদনে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতরাতে দমদমের উপর দিয়ে ৬৪ কিমি বেগে ঝড় বয়েছে। বাতাসের অভিমুখ ছিল পশ্চিমের দিকে। অপরদিকে আলিপুরের উপর দিয়ে ৪৮ কিমি বেগে ঝড় বয়েছে উত্তপ-পশ্চিম অভিমুখে। (HT_PRINT)
5/6গতরাতে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকা শুষ্ক থেকেছে। সেখানে কালবৈশাখীর ঝড়ও হয়নি গতরাতে। এরই মধ্যে পূর্ব বর্ধমানের কালনা এবং নদিয়ার একাংশ থেকে শিলাবৃষ্টি হয়েছে। এর আগে বুধবার ঝেঁপে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত কোচবিহার থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। গতকালও উত্তরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। (HT_PRINT)
6/6গতবছর কলকাতায় মরশুমের প্রথম কালবৈশাখী হয়ছিল মাঝ-বৈশাখে গিয়ে। এবার পয়লা চৈত্রেই কালবৈশাখী এসে জুড়িয়ে দিল কলকাতাবাসীর মন। হাওয়া অফিস জানিয়েছে, অন্তত ২১ মার্চ পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকবে। এই আবহে একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। প্রসঙ্গত, এ বার শীতে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা না আসায় এক ফোঁটা বৃষ্টিও হয়নি। তবে এবার ফাল্গুনেই রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হয়েছিল। অবশেষে কলকাতাতেও নামল বৃষ্টি। (HT_PRINT)