শনিবার রাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সেই রেশ রয়েছে রবির সকালেও। রবিবার সকাল থেকেই সূর্য ঢেকেছে মেঘে। কয়েক পশলা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায়। আজ দিনভর কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলাই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে হবে ঝড়বৃষ্টি।
1/5উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি পূর্বাভাস রয়েছে আজও। আগামী আরও বেশ কয়েকদিন এই বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। কলকাতায় ২২ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টি জারি থাকতে পারে। (HT_PRINT)
2/5আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তের একটি অক্ষরেখা পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপর দিয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত গিয়েছে। এদিকে অপর একটি অক্ষরেখা দক্ষিণভারতের তামিলনাড়ু থেকে কোঙ্কন হয়ে কর্ণাটক এবং গোয়া পর্যন্ত বিস্তৃত। তাছাড়া একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে ঝাড়খণ্ড ও পশ্চিমবাংলার উপর দিয়ে বিস্তৃত হয়ে গিয়েছে বাংলাদেশ পর্যন্ত। সব মিলিয়ে আগামী কয়েকদিন বৃষ্টি জারি থাকবে রাজ্যের প্রায় সব জেলাতেই। (HT_PRINT)
3/5রবিবার নদিয়া, বীরভূমে, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে শিলাবৃষ্টি হতে পারে আজ। এদিকে গাঙ্গেও পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। কলকাতা, হাওড়া, হুগলিতে আজ ঝড়বৃষটি হতে পারে। পশ্চিমবঙ্গের সব জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারি ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে। (HT_PRINT)
4/5পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ মার্চ পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে। ২২ মার্চ বৃষ্টি থামতে পারে কলকাতায়। তবে সেদিনও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিক আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এরপর আগামী ২২ এবং ২৩ মার্চ হালতা বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে। (HT_PRINT)
5/5আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর আগে গতকাল, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ১.৯ মিলিমিটার। (HT_PRINT)