বাংলা নিউজ > ছবিঘর > Kolkata Weather Today Rain Possibility: পারদের কিঞ্চিৎ পতনের সঙ্গী বৃষ্টি, আগামী কয়েকদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

Kolkata Weather Today Rain Possibility: পারদের কিঞ্চিৎ পতনের সঙ্গী বৃষ্টি, আগামী কয়েকদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গের পাহাড় এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দুই জেলায় আজ বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা এবং উচ্চচাপের জোড়া ফলায় এই হালকা বর্ষণের সাক্ষী থাকতে পারে বাংলার বেশ কয়েকটি জেলা। এদিকে কলকাতার তাপমাত্রা কিছুটা কমেছে বিগত এক-দুই দিনে। তবে স্বাভাবিকের ওপরই ঘোরাফেরা করছে তাপমাত্রা।