উত্তরবঙ্গের পাহাড় এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দুই জেলায় আজ বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা এবং উচ্চচাপের জোড়া ফলায় এই হালকা বর্ষণের সাক্ষী থাকতে পারে বাংলার বেশ কয়েকটি জেলা। এদিকে কলকাতার তাপমাত্রা কিছুটা কমেছে বিগত এক-দুই দিনে। তবে স্বাভাবিকের ওপরই ঘোরাফেরা করছে তাপমাত্রা।
1/5আজ, ১৮ জানুয়ারি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে আজ দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তিন জেলা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী পাঁচদিনে দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন ঘটবে না। (PTI)
2/5১৮, ১৯ জানুয়ারি দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। ১৮ জানুয়ারি হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙে। সমতলের আলিপুরদুয়ারেও আজ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে সমতলে কোথাওই বৃষ্টি হবে না আগামী কয়েকদিন। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী এক সপ্তাহে আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। এদিকে সিকিমে আগামী কয়েকদিন তুষারপাত হবে বলে জানিয়েছে আইএমডি। (PTI)
3/5আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা কিঞ্চিৎ নামতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই এক দুই জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী কয়েকদিন। আগামী পাঁচদিনে গাঙ্গেও পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। (PTI)
4/5আরএমসি ওয়েবসাইট অনুযায়ী, আজ, ১৮ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিন ভোরের দিকে আকাশ কয়াশাচ্ছন্ন থাকবে কলকাতায়। এরপর ১৯ এবং ২০ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৫ এবং ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে এই দুই দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে থাকতে পারে ২৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। (PTI)
5/5আগামী ২১ জানুয়ারি কলকাতার তাপমাত্রা বাড়তে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। এদিকে সর্বোচ্চ তাপমাত্রাও বেড়ে ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ২২ জানুয়ারি রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তবে সর্বোচ্চ তাপমাত্রা আরও বেড়ে ২৮ ডিগ্রির কাছে চলে যেতে পারে। আগামী ১৯ থেকে ২২ জানুয়ারি কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। (PTI)