আজ এবং আগামিকাল কলকাতায় থাকবে অস্বস্তিকর গরম। এর আগে গতকালও দিনের বেলায় বেশ পারদ ছড়েছিল শহরে। তবে গতকাল বিকেলে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছিল। এই আবহে আজ সকালের দিকে আকাশ আংশিক মেঘলা ছিল। তবে বেলা গড়াতেই বদলে গেল আকাশের রূপ। এই আবহে দেখে নিন আবহাওয়ার পূর্বাভাস।
1/5হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার আকাশ মূলত মেঘহীন থাকবে। শুষ্ক আবহাওয়ার পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম অুভূত হবে। বিকেলের দিকে বজ্রপাত সহ হালকা বৃষ্টির একটা ক্ষীণ সম্ভাবনা অবশ্য রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। (AFP)
2/5এর আগে গতকাল কলকাতায় ০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে বেশ কিছুক্ষণ ঝোড়ো হাওয়া দিয়েছে। তাই সন্ধ্যার পর পারদ নীচে নেমেছিল। গতকাল কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলিসয়াস, যা স্বাভাবিক। এদিকে গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাবাবিক ছিল। এদিকে গতকাল শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৮ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। (AFP)
3/5এদিকে আগামিকালও কলকাতার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে শহরের কোথাও কোথাও বজ্রপাত সহ হালকা বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে সেদিন। ২১ তারিখ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে কিঞ্চিৎ বেশি। এদিকে সেদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এটাও স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। (AFP)
4/5এরপর ২২ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত কলকাতায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে আগামী সপ্তাহের প্রথম তিনদিন তিলোত্তমায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিনে ধাপে ধাপে গাঙ্গেও পশ্চিমবঙ্গের আবহাওয়া ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। (AFP)
5/5হাওয়া অফিস জানাচ্ছে আগামী ২২ থেকে ২৫ মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে ২৬ মে কলকাতার পারদ কিছুটা নামতে পারে। আরএমসি ওয়েবসাইট অনুযায়ী, ২৬ মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলিসায়স হতে পারে, যা স্বাভাবিকের নীচে। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস, সেটাও স্বাভাবিকের থেকে কিছুটা নীচে। (AFP)