Kolkata Weather Today: মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাইরে দিয়ে যাচ্ছে। বর্তমান অবস্থান রাজস্থান থেকে ছত্তিশগড় ও ওড়িশা হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। ফলে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে।
1/5উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (Anshuman Poyrekar/HT PHOTO)
2/5২০ তারিখের আগে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতায়। ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। যদিও ভারী বৃষ্টি সম্ভাবনা নেই। (Anshuman Poyrekar/HT PHOTO)
3/5মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের থেকে অনেক দূরে, তাই দক্ষিণে ভারী বৃষ্টি হচ্ছে না। এদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ হওয়ায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। (Anshuman Poyrekar/HT PHOTO)
4/5এদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে আজ থেকে। আজ অতি ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায়। দার্জিলিঙেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আজ। মালদা ও দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ। (Anshuman Poyrekar/HT PHOTO)
5/5কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে মঙ্গলবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ও ২৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। এর আগে সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক৷ (Anshuman Poyrekar/HT PHOTO)