বাংলা নিউজ > ছবিঘর > Kolkata Weather Today: অশনি ফাঁড়া কাটতেই ফের রূপ বদল হবে আকাশের, বৃষ্টি জারি থাকবে বাংলার পাঁচ জেলায়

Kolkata Weather Today: অশনি ফাঁড়া কাটতেই ফের রূপ বদল হবে আকাশের, বৃষ্টি জারি থাকবে বাংলার পাঁচ জেলায়

Kolkata Weather Today: ঘূর্ণিঝড় অশনি আর শেষ পর্যন্ত বাংলা পর্যন্ত আসেনি। অন্ধ্র উপকূলেই ক্রমে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়। এই আবহে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাতে চলেছে আগামীতে। ফের একবার ভ্যাপসা গরম পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। তবে রাজ্যের পাঁচ জেলায় বৃষ্টি জারি থাকবে বলে জানায়িছে আবহাওয়া দফতর।

অন্য গ্যালারিগুলি