Kolkata Weather Today: ঘূর্ণিঝড় অশনি আর শেষ পর্যন্ত বাংলা পর্যন্ত আসেনি। অন্ধ্র উপকূলেই ক্রমে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়। এই আবহে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাতে চলেছে আগামীতে। ফের একবার ভ্যাপসা গরম পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। তবে রাজ্যের পাঁচ জেলায় বৃষ্টি জারি থাকবে বলে জানায়িছে আবহাওয়া দফতর।
1/5আরও শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে 'অশনি'। বৃহস্পতিবারই সকালে গভীর নিম্নচাপে পরিণত হয় ঘূর্ণিঝড় অশনি। এই আবহে দক্ষিণবঙ্গের উপর থেকে কালো মেঘ দূর হয়েছে। (AFP)
2/5অশনি সংকেত না থাকায় রাজ্যে কোনও সতর্কতা জারি নেই আপাতত। তবে সমুদ্রে এখনও হাওয়ার গতিবেগ বেশি থাকবে। এর জেরে ১৫ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে। (AFP)
3/5আগামী ৫ দিন উত্তরবঙ্গের উপরের সবকটি জেলাতেই (দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি) হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই জেলাগুলির বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সবচেয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আলিপুরদুয়ারে। (AFP)
4/5দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম। তবে আপাতত আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ধীরে ধীরে গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। আদ্রতা বাড়বে। যার জেরে অস্বস্তি বাড়বে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে। (AFP)
5/5শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একাধিক জায়গায়। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে থাকবে। বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। (AFP)