বহস্পতিবার ভোরে চলতি মরশুমের শীতলতম ক্ষণ অনুভব করলেন কলকাতাবাসী। পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়ে দিল, এখনই কমছে না শীতের দাপট। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীত বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
1/5গতকাল রাত যত বেড়েছে, তাপমাত্রার পারদ ততটাই নেমেছে ধাপে ধাপে। আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে চলেছে। অবশ্য তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। উত্তুরে হাওয়ার দাপট বাড়তে চলেছে। এই আবহে শীত ফিরতে চলেছে স্বাভাবিক ছন্দে। (AFP)
2/5উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে। আগামী দুই-তিন দিন ভোরের দিকে উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি মতো কমবে। এর আগে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় সেভাবে ঠান্ডা পড়ছিল না উত্তরবঙ্গেও। আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাত্তয়া প্রধানত শুষ্কই থাকবে। (AFP)
3/5এরপর অবশ্য ৮ জানুয়ারি, রবিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এই সময় রাজ্যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া কিছুটা গতি হারাবে। এদিকে আগামী কয়েকদিন ঘন কুয়াশায় ঢাকা থাকবে ভোরের রাস্তাঘাট। (AFP)
4/5বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়াতেই রোদ উঠবে কলকাতা ও শহরতলিতে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২২ ডিগ্রি এবং ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। কলকাতা বা তার আশপাশের অঞ্চলে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। (AFP)
5/5আরএমসি কলকাতার ওয়েবসাইট অনুযায়ী, আগামী দু'দিন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নামবে। এরপর ৮ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৪ ডিগ্রির কাছাকাছি যেতে পারে। ৯ তারিখ তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। এরপর ১০ এবং ১১ জানুয়ারি তাপমাত্রা ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। (AFP)