বিগত বছরগুলির মধ্যে উষ্ণতম জানুয়ারি মাস দেখল বাংলা। এর আগে ২০২১ সালে জানুয়ারি মাস পারদ ছুঁয়েছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। এবছর ১৯.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে সেই সর্বনিম্ন তাপমাত্রা। তবে এই সব পরিসংখ্যানের মাঝেই শীতবিলাসীদের জন্য সামান্য খুশির খবর। কলকাতায় ফের তাপমাত্রা নেমে যেতে পারে ১৫ ডিগ্রির কাছাকাছি।
1/5রবিবারের ভোর কুয়াশাচ্ছন্ন হলেও দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ও ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে। আজ ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ জিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। (HT_PRINT)
2/5আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রার কিছুটা কমতে পারে। পরবর্তী দু'দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে। তবে পারদ পতনের সেই ধারা বেশিদিন স্থায়ী হবে না। মঙ্গলবার ফের রাতের তাপমাত্রা বাড়বে খানিকটা। এরপর অবশ্য ১ ফেব্রুয়ারি থেকে ফের নিম্নমুখী হবে তাপমাত্রা। (HT_PRINT)
3/5হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৩০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। ৩১ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। ১ ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। (HT_PRINT)
4/5এছাড়া আগামী ২ ফেব্রুয়ারিও কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে আগামী ৩ ফেব্রুয়ারিও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এই সময়কালে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ১২ ডিগ্রির নীচে নামতে পারে পারদ। (HT_PRINT)
5/5উল্লেখ্য, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ করেছে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাব পড়েছে উত্তরবঙ্গে। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে ছিল একটি বিপরীত ঘূর্ণাবর্ত। যে কারণে মাঘের মাঝামাঝি রীতিমতো গরম পড়েছিল রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে উষ্ণতম জানুয়ারি এটাই। অবশ্য, হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় শক্তি হারিয়েছে। তবে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে আগামী দু তিন দিন। পয়লা ফেব্রুয়ারি বুধবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। (HT_PRINT)