সকালের দিকে শিরশিরানি ঠান্ডার অনুভূতি হচ্ছে। তবে বেলা বাড়তেই পারদ চড়ছে তড়তড়িয়ে। ধীর পায়ে ফিরতি যাত্রা শুরু করে দিয়েছে শীত। তবে বিদায় বেলায় আচমকাই স্লগ ওভারের মারকাটারি ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছে শীত। বৃহস্পতিবার থেকে কয়েকদিনের জন্য নিম্নমুখী থাকবে পারদ। তবে এরপর ফের একবার ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা।
1/5হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের পারদ নামতে শুরু করবে। এর মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার ইঙ্গিত মিলছে। যার জেরে আরও বেশি জলীয় বাষ্পযুক্ত বাতাস প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। তবে আকাশ যত পরিষ্কার হবে, ঠান্ডা ততই বাড়বে। সপ্তাহের শেষে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা নামবে কলকাতায়। তারপরই শীত বিদায় নেবে বলে মনে করা হচ্ছে।
2/5আগামিকাল পর্যন্ত কলকাতার আবহাওয়া তেমন কোনও পরিবর্তন আসবে না। এরপর থেকে কলকাতার রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। গাঙ্গেও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। পারদ নামার পর দুই দিন কিছুটা শীত অনুভূত হবে দক্ষিণবঙ্গে।
3/5হাওয়া অফিস বলছে, আগামী ২ ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এই দিনগুলিতেও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর ৫ ও ৬ ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। পরে ১৭ ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে ১৭ ডিগ্রি সেলিসায়স হতে পারে।
4/5আজ বুধবার, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি এবং ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। এদিকে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি, যা স্বাভাবিক।
5/5এদিকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শীত কিছুটা হলেও বেশি থাকবে। সেখানে কুয়াশার দাপটও থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজকের পর আগামিকাল থেকে অবশ্য উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।