Kolkata Weather Today: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে রাজ্যে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছিল। এরপরেও অক্ষরেখার প্রভাবে রাজ্যে বৃষ্টি অব্যাহত থেকেছে। দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় সন্ধ্যা হলেই কালবৈশাখীর ঝড় হচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গের উপর দিকের পাঁচ জেলায় বৃষ্টি থামার নাম নেই।
1/4শনিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। কিন্তু সেই বৃষ্টি বেশিদিন হবে না। এই আবহে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রায় লাগাম লাগাতে পারবে না এই বৃষ্টি। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
2/4গত ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে গরমের অস্বস্তি বেড়েছে। বেশ কিছুদিন পরে শুক্রবার কলকাতার পারদ ৩৫ ডিগ্রির গণ্ডি পার করল। গতকাল কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫.৭ ডিগ্রি ও ২৭.৫ সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ, যার জন্য অস্বস্তি বেড়েছে।
3/4শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ও ২৯ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশ থাকায় অস্বস্তি বজায় থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4/4বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত থাকা নিরক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করাতেই উত্তরবঙ্গ। বিশেষত উপরের পাঁচটি জেলায় ধারাবাহিক ভাবে বৃষ্টি জারি থাকবে। এই অক্ষরেখার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গেও। দিনভর ভ্যাপসা গরম থাকলেও এবং বিকেলের পর থেকে একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)