শনিবার কিছুটা তাপমাত্রা বেড়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গে। তবে শীতের দাবট বজায় রয়েছে আজও। এই দাপট আগামী বেশ কয়েকদিন বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ, শীত বজায় থাকবে।
1/5শুক্রবার ছিল এ মরশুমের শীতলতম দিন। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শেষবার ২০১৮ সালে কলকাতায় পারদ নেমেছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে। গত পাঁচবছরে দ্বিতীয়বার এই নিয়ে পারদ ১০ ডিগ্রির ঘরে প্রবেশ করল। আলিপুর আবহাওয়া দফতর বলছে ১০ ডিগ্রির নীচে পারদ নামার সম্ভাবনা নেই। তবে শীত বজায় থাকবে। (HT_PRINT)
2/5এই মুহূর্তে রাজ্যে স্বাভাবিক তাপমাত্রার থেকে তিন থেকে চার ডিগ্রি কম চলছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। পরবর্তী দু'দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। এদিকে আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। (HT_PRINT)
3/5উত্তরপশ্চিমের শীতল বাতাস অবাধে বঙ্গে প্রবেশ করছে। এর জেরেই স্বাভাবিকের থেকে এতটা নীচে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের নীচেই থাকছে। তবে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দিনের তাপমাতর্া ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। কলকাতায় পারজদ ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। (HT_PRINT)
4/5শুধু বাংলা নয়, উত্তরপ্রদেশ, বিহার সব জায়গাতেই শীতের দাপট চলছে। এই আবহে দক্ষিণবঙ্গে আগামী ছয় থেকে সাত দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকবে। শনিবার অর্থাৎ আজও ঠান্ডা পড়বে জাঁকিয়ে। ভোরের হালকা কুয়াশা কেটে যাবে বেলা গড়াতেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৩ এবং ১১ ডিগ্রির আশেপাশে থাকবে। (HT_PRINT)
5/5আরএমসির ওয়েবসাইট অনুযায়ী, আগামী ৮ ও ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস। ১০ জানুয়ারি তা সামান্য বেড়ে ১৪ ডিগ্রি হতে পারে। ১১ ও ১২ জানুয়ারি তা ফের নেমে ১৩ ডিগ্রির ঘরে আসবে। এদিকে তুলনামূলক ভাবে দমদম সংলগ্ন শহরতলিতে সামান্য কম থাকতে পারে তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। দমদমে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। (HT_PRINT)