আজ সকাল থেকেই কলকাতার আকাশ কালো মেঘে ঢাকা। সেই মেঘের মাঝ দিয়ে অবশ্য মাঝে মাঝে উঁকি দিচ্ছে সূর্য। এদিকে সকাল থেকেই হাওয়া বয়ে চলেছে শহরে। এই আবহে আজ কলকাতায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে শহরে সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিনও কলকাতার আবহাওয়া এমনই থাকবে বলে জানা গিয়েছে।
1/5আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজকে শহরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে শহরে আজ জারি থাকবে হলুদ সতর্কতা। (PTI)
2/5এর আগে গতকাল, বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিক। এছাড়া শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ। (PTI)
3/5এদিকে আগামিকাল, ১৯ তারিখও মে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে শহরে। সেদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিনও হলুদ সতর্কতা জারি থাকবে কলকাতায়। (PTI)
4/5২০ মে কলকাতায় ঝড়বৃষ্টি জারি থাকবে। বজ্রপাত হবে শহরে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। কলকাতায় ২০ মে জারি থাকবে হলুদ সতর্কতা। সেদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। (PTI)
5/5এরপর ২১ মে কলকাতায় মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকবে সেদিন। শহরে সেদিনও হলুদ সতর্কতা জারি থাকবে। । সেদিন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা সেদিন থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। (PTI)