পারদ চড়ছে তড়তড়িয়ে। এরই মাঝে উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। দোলের দিন কলকাতায় গ্রীষ্মের অনুভূতি পাওয়া যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভোরের দিকে যে হালকা নাতিশীতোষ্ণ আবহাওয়ায় থাকছে, তাও দ্রুত উধাও হবে।
1/5আগামী ৪৮ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রায় সে রকম কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। যে তাপমাত্রা রয়েছে, সেটাই বজায় থাকবে। কিন্তু ৪৮ ঘণ্টা পর অর্থাৎ বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু হবে। আরও বেশি গরম অনুভূত হবে।
2/5সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ।
3/5গত দু'দিন নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বসন্তের ছোঁয়া থাকলেও, তা সাময়িক। মঙ্গল ও বুধবার কলকাতায় এই একই ধরনের তাপমাত্রাই বজায় থাকবে। তারপর ধীরে ধীরে পারদ চড়বে শহরে বলে জানিয়েছে হাওয়া অফিস। আচমকাই তাপমাত্রার গ্রাফ আকাশ ছোঁবে। মার্চের শুরুতেই পারদ ৩৫ ডিগ্রির আশেপাশে থাকবে। 'প্রকৃত গ্রীষ্মকালে' দাবদাহ অনুভূত হবে।
4/5আগামী পাঁচদিনের যে পূর্বাভাসে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গাঙ্গেও পশ্চিমবঙ্গে আগামী পাঁচদিনে আবহাওয়া শুষ্ক থাকবে। অবশ্য উত্তরবঙ্গের উপরের চারটি জেলা - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আগামী ৪৮ ঘণ্টায়। উত্তরের বাকি জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া থাকবে।
5/5আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও। কলকাতা ও আশেপাশের অঞ্চলে আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। এদিকে মার্চ মাসের ৭ তারিখ দোল উৎসব। কয়েকবছর আগেও দোলে হালকা নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকত। তবে এবার সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। দোলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।