সূর্যাস্তের পর ঠান্ডা লাগলেও বেলার দিকে পুরো গরম। জানুয়ারির শেষ সপ্তাহে শীতের সেই আমেজ আর নেই। মাঘ মাসেই বসন্তের আগমন ঘটেছে। আলিপুর হাত্তয়া অফিসের পূর্বাভাস আগামীদিনে পারদ চড়বে আরও কিছুটা। এদিকে, আগামিকাল সরস্বতী পুজোর দিন সেভাবে ঠান্ডা অনুভূত হবে না বলে জানিয়ে দিল হাওয়া অফিস।
1/5হাওয়া অফিস জানিয়েছে, পাঁচদিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। ঝঞ্ঝার কাঁটাতেই শীত উধাও হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে বিপরীত ঘূর্ণাবর্তের আবির্ভাব ঘটেছে উত্তর-পশ্চিম ভারতে। এর জেরেও বঙ্গের বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর জেরেই তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গে। (PTI)
2/5গত কয়েকদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি ওপরে রয়েছে। আজ ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সকাল থেকেই দক্ষিণবঙ্গে কুয়াশা ছিল। বেলা বাড়তেই অবশ্য তা কেটে যায়। দেখা মেলে রোদের। (PTI)
3/5জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে পর পর পশ্চিমী ঝঞ্ঝা। রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়বে এই জোড়া কাঁটার জেরে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ও সর্বোচ্চ তামপাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। (PTI)
4/5আরএমসির ওয়েবসাইট অনুযায়ী, আগামী ২৬ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সেদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রির আশেপাশে। পরে ২৭ এবং ২৮ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সেদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে। পরে ২৯ এবং ৩০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিঞ্চিৎ কমতে পারে। তবে তাতে শীতের আমেজ সেভাবে ফিরবে না। (PTI)
5/5২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উত্তরে হিমালয় সংলগ্ন জেলাগুলির তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী দুই দিনে। এদিকে দক্ষিণের মতো উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গাতেও আগামী ২৪ ঘণ্টা হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (PTI)