বাংলা নিউজ > ছবিঘর > Kolkata Weather Today: ঝঞ্ঝা কাঁটায় হাওয়া হল শীত, দোসর ঘূর্ণাবর্তের কী প্রভাব পড়বে কলকাতায়?

Kolkata Weather Today: ঝঞ্ঝা কাঁটায় হাওয়া হল শীত, দোসর ঘূর্ণাবর্তের কী প্রভাব পড়বে কলকাতায়?

সূর্যাস্তের পর ঠান্ডা লাগলেও বেলার দিকে পুরো গরম। জানুয়ারির শেষ সপ্তাহে শীতের সেই আমেজ আর নেই। মাঘ মাসেই বসন্তের আগমন ঘটেছে। আলিপুর হাত্তয়া অফিসের পূর্বাভাস আগামীদিনে পারদ চড়বে আরও কিছুটা। এদিকে, আগামিকাল সরস্বতী পুজোর দিন সেভাবে ঠান্ডা অনুভূত হবে না বলে জানিয়ে দিল হাওয়া অফিস।