ভোরের দিকে এখনও ঠান্ডা ভাব রয়েছে বটে। তবে বেলা বাড়তেই সেসব উধাও। এই আবহে আলিপুর হাওয়া অফিসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ ডিগ্রি বাড়বে। এই আবহে একনজরে দেখে নিন আগামী কয়েকদিন কলকাতা ও পার্শ্বরর্তী এলাকার আবহাওয়া কেমন থাকবে।
1/5আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ ডিগ্রি বাড়বে। ১০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এই তাপমাত্রা একটু কমার সম্ভাবনা থাকলেও ১১ এবং ১২ ফেব্রুয়ারি তাপমাত্রা ফের একটু বাড়বে। আবার ১৩, ১৪ ফেব্রুয়ারি নাগাদ তাপমাত্রা একটু কমতে পারে দক্ষিণবঙ্গে। (AP)
2/5আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতার মতো এই জায়গাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ৷ যেহেতু বঙ্গোপসাগরের উপর বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, তার ফলে কিছুটা জলীয় বাষ্প আমাদের রাজ্যের বাতাসে প্রবেশ করবে। (AP)
3/5আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে তাপমাত্রা একই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারের ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ৷ আবহাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি অংশে ও দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। (AP)
4/5আজ মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি এবং ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। এর আগে সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরের সর্বোচ্চ তাপমাত্রা সেদিন ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ৯৩ শতাংশ। (AP)
5/5যা পরিস্থিতি, তাতে বঙ্গে জাঁকিয়ে শীত ফেরার আর সম্ভাবনা নেই। শুক্র ও শনিবার সামান্য কমবে তাপমাত্রা। যদিও সেই দিনগুলিতে আবহাওয়া স্বাভাবিকের ওপরেই থাকবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া অফিসও জানিয়ে দিয়েছে, তাপমাত্রা আর স্বাভাবিকের নীচে যাওয়ার সম্ভাবনা নেই ফেব্রুয়ারিতে। (AP)