পারদ চড়তে শুরু করল আজ থেকেই। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এই সপ্তাহে আর জাঁকিয়ে ঠান্ডা পড়বে না। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই পারদ চড়ছে রাজ্যে। এদিকে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তর জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের বাতাসে প্রবেশ করেছে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।
1/5হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যাবে। আগামী তিন চারদিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। এর ফলে দক্ষিণবঙ্গের ঠান্ডার প্রভাব অনেকটাই কমে যাবে। কলকাতার ক্ষেত্রে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এসে দাঁড়াবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী তিনদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তাই ঠান্ডার ভাব বজায় থাকবে। (HT_PRINT)
2/5কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর আজ, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয় ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। ক্রমেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার গ্রাফ ১৯ ডিগ্রির গণ্ডি পার করে ফেলতে পারে আগামী কয়েকদিনে। (HT_PRINT)
3/5কলকাতায় সোমবার ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও দিন রৌদ্রোজ্জ্বল। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শীতের আমেজ উধাও হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি এবং ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী তিন চার দিনে আরও দু'থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। (HT_PRINT)
4/5আরএমসির ওয়েবসাইট অনুযায়ী, আগামিকাল মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার, ২৫ জানুয়ারিও কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৮ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। (HT_PRINT)
5/5এরপর আগামী ২৬ ও ২৭ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অপরদিকে এই দুই দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ২৮ জানুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি হতে পারে। ২৯ জানুয়ারিও শহরের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৯ এবং ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। (HT_PRINT)