আজ মকর সংক্রান্তির দিনই আচমকা উধাও শীত। সর্বনিম্ন তাপমাত্রা একলাফে ৫ ডিগ্রি চড়ল আজ। এরই সঙ্গে প্রশ্ন উঠেছে, মাঝ জানুয়ারিতেই কি তাহলে শীতের বিদায় ঘণ্টা বেজে গেল? জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বিপত্তি। আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলে ইঙ্গিত মিলেছে।
1/5দক্ষিণবঙ্গের বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ করেছে। এর জেরে ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আজ সকালে কুয়াশায় দৃশ্যমানতা কমেছিল। এই আবহে হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তবে ফের কয়েকদিন পর তাপমাত্রা কমতে শুরু করতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। (Shammi Mehra)
2/5জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আপাতত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে বাংলায়। আজ এবং আগামিকাল পারদ চড়বে দক্ষিণবঙ্গে। আজ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়তে পারে বলে জানা গিয়েছে। কলকাতার রাতের তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে। (Shammi Mehra)
3/5আগামী মঙ্গলবার অর্থাৎ ১৭ জানুয়ারি দক্ষিণ বঙ্গের তাপমাত্রা ফের কমতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা এদিন নেমে যেতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলা বিশেষ করে কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনাতে ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে। (Shammi Mehra)
4/5উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টা দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা উত্তর বঙ্গের সব জেলাতে ঘন কুয়াশা থাকবে। প্রচুর জলীয় বাষ্প প্রবেশের ফলে তাপমাত্রা বাড়বে এবং কুয়াশা থাকবে। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার ও মঙ্গলবার দার্জিলিং সংলগ্ন উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বর্তমানে উত্তর সিকিমে তুষারপাত হচ্ছে। (Shammi Mehra)
5/5শনিবার ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়ালে কলকাতার আকাশে দেখা যাবে রোদ। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি এবং ১৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। এর আগে শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিকে গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। (Shammi Mehra)