শীতের আমেজে কাবু বঙ্গবাসী। বিগত কয়েকদিনে হু হু করে... more
শীতের আমেজে কাবু বঙ্গবাসী। বিগত কয়েকদিনে হু হু করে নেমেছে তাপমাত্রা। জেলায় জেলায় পারদ পতন অব্যাহত। অবশ্য, গতকালকের তুলনায় কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানা গিয়েছে। তবে উত্তুরে হাওয়ার দাপটে শনিবারই কলকাতায় এই মরশুমের শীতলতম দিন ছিল। আগামী কয়েকদিন এই শীতের অনুভূতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
1/5শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ছিল। এদিকে গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জেলায় তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। (Utpal Sarkar)
2/5আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ দিন রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। এই আবহে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে সবচেয়ে শীতলম জায়গা পানাগড়। শনিবার বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা নেমে যায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে সিউড়ি এবং শ্রীনিকেতনে তাপমাত্রা নেমে যায় ৯ ডিগ্রি সেলসিয়াসে। কল্যাণীতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১০ ডিগ্রির নীচে। (Utpal Sarkar)
3/5হাওয়া অফিস জানিয়েছে, বাধাহীন ভাবে বাংলায় উত্তুরে হাওয়া ঢোকায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গের সমতলে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার কুয়াশার চাদরে ঢাকা ছিল। দুই দিনাজপুর ও মালদাতেও শীত পড়েছে জাঁকিয়ে। সব জায়গাতেই তাপমাত্রা ‘সিঙ্গল ডিজিটে’। এদিকে দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি এলাকাতে আগামী কয়েকদিন হালকা বৃষ্টি হতে পারে। (Utpal Sarkar)
4/5এদিকে কলকাতার আশেপাশে তাপমাত্রার পতন অব্যাহত। শনিবার সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। উত্তর 24 পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে শনিবার সকালে তাপমাত্রা নেমে গিয়েছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে৷ দমদমে তাপমাত্রা নেমেছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে৷ এদিকে হাওড়ার উলুবেড়িয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসে৷ (Utpal Sarkar)
5/5হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে ভোরের আকাশ হালকা কুয়াশাচ্ছন্ন থাকবে। তবে বেলা বাড়তেই রৌদ্রজ্জ্বল হবে দিনের আকাশ। রবিবারও দিনে আকাশ পরিষ্কার থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। শহরে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। মঙ্গলবারের পর অবশ্য তাপমাত্রা কিছুটা বাড়বে। (Utpal Sarkar)