1/10পশ্চিমবঙ্গে একলাফে বাড়ল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯,০৭৩ জন আক্রান্ত হয়েছেন। আগের ২৪ ঘণ্টায় যে সংখ্যাটা ছিল ৬,০৭৮। অর্থাৎ একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ২,৯৯৫ বা প্রায় ৫০ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
2/10বিশেষজ্ঞদের মতে, করোনা পরীক্ষা বাড়তেই সংক্রমণ লাফিয়ে বেড়েছে। মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ৪৭,৮৬৪ টি নমুনা পরীক্ষা হয়েছে। অর্থাৎ রাজ্যে সংক্রমণের হার বা পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১৮.৯৫ শতাংশ। আগেরদিন তা ছিল ১৯.৫৯ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/10স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমণের হার বা পজিটিভিটি রেট দাঁড়িয়েছে প্রায় ৩৩ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/10কলকাতার অবস্থা তো ভয়াবহ। মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৪,৭৫৯ জন আক্রান্ত হয়েছেন। আগেরদিন যা ছিল ২,৮০১। অর্থাৎ একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ১,৯৫৮ বা প্রায় ৭০ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/10স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমণের হার বা পজিটিভিটি রেট দাঁড়িয়েছে প্রায় ৩৩ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে
6/10শেষ ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ১,৩৯১ জন, হাওড়ায় ৬৯৮ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৫২৫ জন, হুগলিতে ৪০০ জন, পশ্চিম বর্ধমানে ৩৪৮ জন, বীরভূম ২১৯ জন এবং পূর্ব বর্ধমানে ১১১ জন আক্রান্তের হদিশ মিলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/10তারইমধ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যের তিনটি জেলায় আক্রান্ত ১০-এর নীচে আছে। আলিপুরদুয়ারে আটজন, কালিম্পঙে দু'জন এবং দক্ষিণ দিনাজপুরে ১০ জন আক্রান্তের হদিশ মিলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
8/10অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। আগেরদিন যে সংখ্যাটা ছিল ১৩। রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৮১০। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
9/10রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩,৭৬৮ জন করোনা মুক্ত হয়েছেন। তার ফলে করোনাকে হারিয়ে দিয়েছেন মোট ১৬,১৯,০১৬ জন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)