কয়েকদিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে। এরপরে, অনেক ব্যাঙ্কই তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। বেসরকারি খাতের ব্যাঙ্ক কোটক মাহিন্দ্রাও ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার বাড়িয়েছে।
1/4কোটাক ব্যাঙ্ক তাদের গ্রাহকদের স্থায়ী আমানতের উপর সর্বোচ্চ ৬.১ শতাংশ হারে সুদ দিচ্ছে। কোটাক ব্যাঙ্কের এই নতুন হার ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে৷ বর্তমানে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের স্থায়ী আমানতের সুবিধা দিচ্ছে ব্যাঙ্কটি।
2/4১ সেপ্টেম্বর থেকে ৭ থেকে ১৪ দিনের স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়িয়ে আড়াই শতাংশ করেছে কোটাক। ১৫ থেকে ৩০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে এই ব্যাঙ্কের তরফে ২.৬৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে থাকবে। ৩১ থেকে ৯০ দিনের মেয়াদী ফিক্সড ডিপোজিটে ৩.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে কোটাক। এদিকে ৯১ থেকে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটে ৩.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
3/4কোটাক ব্যাঙ্ক ১৮০ থেকে ৩৬৩ দিনের ফিক্সড ডিপোজিটে পাঁচ শতাংশ হারে সুদ দিচ্ছে। এদিকে ৩৬৪ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৫.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে কোটাক৷ ৩৬৫ দিন থেকে ৩৮৯ দিনের ফিক্সড ডিপোজিটে গ্রাহকরা এখন পাচ্ছেন ৫.৭৫ শতাংশ সুদ। এই মেয়াদের স্থায়ী আমানতের সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। এই নতুন হারে সুদ শুধুমাত্র ২ কোটি টাকার কম পরিমাণের ফিক্সড ডিপোজিটের উপর প্রযোজ্য।
4/4এদিকে ৩৯০ দিন থেকে ২৩ মাসের কম সময়ের মেয়াদী স্থায়ী আমানতের উপর ৬ শতাংশ হারে সুদ দেবে কোটাক ব্যাঙ্ক৷ আগে এই মেয়াদের স্থায়ী আমানতের উপর ৫.৯০ শতাংশ হারে সুদ পাওয়া যেত। এছাড়া ২৩ মাস থেকে ২ বছর মেয়াদী স্থায়ী আমানেতর উপর ৬.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে আমানতকারীদের। আগে এই মেয়াদী স্থায়ী আমানেতর উপর সুদের হার ছিল ৫.৯ শতাংশ।