Krishna Janmashtami 2022 Flute placing tips: জন্মাষ্টমীতে বাঁশি রাখুন ঘরে! অর্থ থেকে দাম্পত্যে সৌভাগ্য আনতে বাস্তু টিপস
Updated: 18 Aug 2022, 01:37 PM ISTJanmashtami 2022 Vastu Shastra: শ্রীকৃষ্ণের পছন্দের সামগ্রীর মধ্যে বাঁশি ও ময়ূরের পালক রয়েছে। এই সামগ্রীগুলি ঘরে রাখলে যাবতীয় আকাঙ্খা আশা পূর্ণ হয় গৃহস্থে। এমনই বিশ্বাস করা হয়। ফলে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের বেদীতে তুলসী পাতা রাখার পাশাপাশি রাখতে হবে বাঁশি ও ময়ূরের পালকও। দেখে নেওয়া যাক, বাস্তু মতে বাঁশি রাখার উপযোগিতা।
পরবর্তী ফটো গ্যালারি