সাম্প্রতিক অতীতে ভারতের অন্য কয়েকটি বড় উদ্ধার অভিযানের দিকে ফিরে তাকানো যাক।
1/6রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ১৮৫ জন ভারতীয়কে নিয়ে একটি বিশেষ বিমান বৃহস্পতিবার গভীর রাতে মুম্বই পৌঁছেছে। কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে আসা যাত্রীদের স্বাগত জানান। ফাইল ছবি : এএনআই (Reuters)
2/6সাম্প্রতিক অতীতে ভারতের অন্য কয়েকটি বড় উদ্ধার অভিযানের দিকে ফিরে তাকানো যাক। ফাইল ছবি : রয়টার্স(এডিটেড) (Reuters)
3/6কুয়েত এয়ারলিফ্ট : ১৯৯০ সালে, গাল্ফ ওয়ারের সময়ে ভিপি সিং সরকার বৃহত্তম উদ্ধার অভিযান চালিয়েছিল। সেই সময়ে, এয়ার ইন্ডিয়া এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে ১.৭ লাখেরও ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে এনেছিল। ফাইল ছবি : টুইটার (Reuters)
4/6'অপারেশন সুকুন' : ২০০৬ সালে ইজরায়েল এবং হিজবুল্লাহ নামক এক লেবানিজ জঙ্গি গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই সময়ে 'অপারেশন সুকুন' করা হয়। ভারতীয়, শ্রীলঙ্কান এবং নেপালি নাগরিকদের পাশাপাশি ভারতীয় স্ত্রী আছে, এমন লেবানিজদের ভারতে আনার জন্য জন্য চার্টার্ড বিমানের আয়োজন করা হয়েছিল। এটি ভারতীয় নৌবাহিনীর পরিচালিত বৃহত্তম উদ্ধার অভিযান ছিল। অপারেশন সুকুনে ১,৭৬৪ জন ভারতীয়, ১১২ জন শ্রীলঙ্কান, ৬৪ জন নেপালি এবং ৭ জন লেবানিজ নাগরিক সহ মোট ২,২৮০ জনকে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছিল। ফাইল ছবি : টুইটার (Reuters)
5/6'অপারেশন সেফ হোমকামিং' : ২০১১ সালে লিবিয়া থেকে ভারতীয়দের সরিয়ে আনার জন্য এই আয়োজন করা হয়। সেদেশের তৎকালীন স্বৈরাচারী শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার জন্য গৃহযুদ্ধ শুরু হয়েছিল। লিবিয়ার ত্রিপোলি এবং মিশরের আলেকজান্দ্রিয়া এবং মাল্টা থেকে বিশেষ ফ্লাইটে ১৫,৪০০ জনেরও বেশি ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছিল। ভারতীয় নৌবাহিনীর সহায়তায় সমুদ্রপথেও তাঁদের ফিরিয়া আনা হয়। ফাইল ছবি : ভারতীয় নৌবাহিনী (Reuters)
6/6'অপারেশন রাহাত' : ২০১৫ সালে ২৬ টি দেশের বিদেশী নাগরিকদের সঙ্গে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেন থেকে বিশেষ ফ্লাইট এবং ভারতীয় নৌবাহিনীর জাহাজে করে প্রায় ৪,০০০ ভারতীয়কে সরিয়ে আনা হয়। ভারতের নাগরিকদের সরিয়ে আনার প্রক্রিয়া এতটাই সফল ছিল যে, মার্কিন দূতাবাস মার্কিন নাগরিকদের ইয়েমেনের রাজধানী সানা থেকে বের হতে ভারতীয় আধিকারিকদের সহায়তা নেওয়ার পরামর্শ দেয়। ফাইল ছবি : ভারতীয় নৌবাহিনী (Reuters)