বিয়ে করে নিলেন লালকুঠি ধারাবাহিকের শৌর্য। দীর্ঘদিনের গার্লফ্রেন্ডের সঙ্গে চার হাত এক হল অভিনেতা ঋতজিৎ চট্টোপাধ্যায়ের।
1/7ব্যাচেলারদের তালিকা থেকে নাম কাটা গেল আরও এক হ্যান্ডসাম টেলি নায়কের। চুপিসাড়ে দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে সাত পাক ঘুরলেন অভিনেতা ঋতজিৎ চট্টোপাধ্যায়। (ছবি-ফেসবুক)
2/7কিছুদিন আগেই দিদি নম্বর ১-এর মঞ্চে হাজির হয়েছিলেন ঋতজিৎ, সেখানেই নিজের প্রেমের কাহিনি ফাঁস করেন অভিনেতা। সঙ্গে ছিলেন বান্ধবী (এখন স্ত্রী) অর্পিতা তিওয়ারিও। (ছবি-ফেসবুক)
3/7বুধবার একদম খাঁটি বাঙালি রীতি মেনে সাত পাক ঘুরলেন ঋতজিৎ-অর্পিতা। ‘আমার দূর্গা’ খ্যাত অভিনেতাকে বিয়ের দিন পাওয়া গেল একদম খাঁটি বাঙালি বরের বেশে। (ছবি-ফেসবুক)
5/7এক নিকট বন্ধুর মারফত প্রথম আলাপ অর্পিতা-ঋতজিতের। সেখান থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব থেকে এই সম্পর্ক গভীরতার রূপ নেয়। আর এবার সাত পাক ঘুরে নিলেন লালকুঠি-র শৌর্য।
6/7লালকুঠির পাশাপাশি এই মুহূর্তে স্টার জলসার মন ফাগুন ধারাবাহিকেও দেখা যাচ্ছে ঋতজিৎ-কে। অভিনেতার বিয়ের খবরে মন ভেঙেছে তাঁর মহিলা ভক্তদের। তবে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তাও উপচে পড়ছে।
7/7দু-দিন আগেই দিদি নম্বর ১-ৃএর মঞ্চে রচনার হাতে আইবুড়ো ভাত খেয়েছেন ঋতজিৎ-অর্পিতা। দিদির আর্শীবাদ সঙ্গে নিয়েই নতুন জীবনের পথে পা বাড়াল এই যুগল।