বাংলা নিউজ >
ছবিঘর >
Flamingos: গ্রীষ্মের দাবদাহের মাঝে জল-খেলায় ব্যস্ত ফ্লেমিংগোদের ঝাঁক! থানেতে পাখির দল গড়ল নয়া রেকর্ড
Flamingos: গ্রীষ্মের দাবদাহের মাঝে জল-খেলায় ব্যস্ত ফ্লেমিংগোদের ঝাঁক! থানেতে পাখির দল গড়ল নয়া রেকর্ড
Updated: 01 May 2022, 01:28 PM IST
লেখক Sritama Mitra
মহারাষ্ট্রের থানের এই বিশেষ জলাশয়ে গ্রীষ্মের গরমে শ'য়ে শ'য়ে ফ্লেমিংগো পাখি ভিড় করে আসছে। এমন অপরূপ দৃশ্য দেখতে সেখানে রোজ ভিড় করছেন মানুষ। রেইনা আসাইনারের রিপোর্ট দেখা যাক।
1/7গত ৫ বছরের মধ্যে এই বছরই সবচেয়ে বেশি ফ্লেমিংগো পাখি দেখা গিয়েছে থানেতে। বলছে, বম্বে ন্যাচরাল হিস্ট্রি সোসাইটি। এই ভারতব্যাপী সংস্থার তরফে ৮ টি টিম আলাদা আলাদা ভাবে পরিসংখ্যানের দায়িত্বে ছিল। এভাবে মহারাষ্ট্রের জলাশয়ে পরিযায়ীদের ঘোরাফেরা বার্ডওয়াচার ও পশুপ্রাণিপ্রেমীদের পক্ষে দারুন সুখবর বলে মনে করা হচ্ছে। ছবি সৌজন্য-বচ্চন কুমার, HT
2/7গরমে যখন ভারতের বিভিন্ন অংশের মানুষ ত্রাহি ত্রাহি রব তুলেছেন, তখন ফ্লেমিংগোর দল ডানা ঝাপটে জলাশয়ে দাপটে ঘুরে বেড়াচ্ছে। মনোমুগ্ধকর এই দৃশ্য অনেকেরই নজর কেড়েছে। এই বছর ১.৩০ লাখ পাখির আনাগোনা দেখা গিয়েছে মহারাষ্ট্রে। যা নিঃসন্দেহে বড় খবর। ছবি সৌজন্য-বচ্চন কুমার, HT
3/7মূলত গুজরাতে ফ্লেমিংগো পাখিদের প্রজনন সবচেয়ে বেশি হয়। সেখান থেকে আপাতত দেখা যাচ্ছে প্রতিবছর এই সময়ে থানে ক্রিকে এই ফ্লেমিংগোদের আনাগোনা বাড়ছে। গবেষণা বলছে, ২০১৮ সালের আগে ৭ থেকে ৮ হাজার ফ্লেমিংগোর আনাগোনা দেখা যেত। তবে সেই অঙ্ক লাখের গণ্ডি ছাড়িয়েছে ২০১৮ সালের পর থেকে। ছবি সৌজন্য-বচ্চন কুমার, HT
4/7ফ্লেমিংগোদের আনাগোনার স্থান আইরোলি ফ্লেমিংগো স্যাংচুয়ারি ২০২১ সালের নভেম্বর থেকে খুলেছে। কোভিডের জন্য এটি আগে বন্ধ ছিল। সেই সময় ফ্লেমিংগোদের গণনাও স্তব্ধ হয়। তবে বলা হচ্ছে, এই স্যাংচুয়ারি বোটিং থেকে এই বছর ৩৮ লাখ টাকা শুধু লাভ করেছে। দলে দলে মানুষ এখানে আসছেন এই স্যাংচুয়ারি দেখতে। ছবি সৌজন্য-বচ্চন কুমার, HT
5/7প্রতিবছর নভেম্বর থেকে মে মাসের মধ্যে এই এলাকায় প্রচুর ফ্লেমিংগো ঘুরে বেড়ায়। আর তাদের দেখতে ৭০০০ এর মতো মানুষের ভিড় হয়। আর কোভিড পরবর্তী সময়ে এই বছর ৮ হাজারের মতো মানুষের ভিড় হয়েছে। ছবি সৌজন্য-বচ্চন কুমার, HT
6/7মনজোড়ানো এই দৃশ্য দেখতে শুধু পর্যটকই নন ভিড় হচ্ছে সাধারণ ফটোগ্রাফারদেরও। ছবি সৌজন্য-বচ্চন কুমার, HT
7/7জলাশয় জুড়ে এই পাখিদের আনাগোনা আরও বেশি আকৃষ্ট করছে পর্যটকদের। ছবি সৌজন্য-বচ্চন কুমার, HT