প্রথমত, নম্বর ঠিক দিয়েছেন কিনা তা যাচাই করুন। অন্য...
more
প্রথমত, নম্বর ঠিক দিয়েছেন কিনা তা যাচাই করুন। অন্যান্য তথ্যাদি ভুল করলেও এমনটা হতে পারে।
1/5লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলআপের সময়ে ফোন নম্বর দিতে হয়। ফর্ম জমার পর ফোন নম্বরে একটি মেসেজ আসে। ছবি : সংগৃহীত (PTI)
2/5তবে অনেকেই বলছেন, কোনও মেসেজ পাননি তাঁরা। ফর্ম ফিলআপের পর দুই সপ্তাহ কেটে গিয়েছে। (ফাইল ছবি, সৌজন্য টুইটার) (PTI)
3/5প্রথমত, নম্বর ঠিক দিয়েছেন কিনা তা যাচাই করুন। অন্যান্য তথ্যাদি ভুল করলেও এমনটা হতে পারে। তাছাড়া আপনার ফোনে অন্যান্য মেসেজ ঢুকছে কিনা সেটাও লক্ষ্য রাখুন। ফাইল ছবি : পিটিআই (PTI)
4/5দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এ বিষয়ে সাহায্য পাওয়ার সম্ভাবনা কম। কারণে সেখানে শুধুমাত্র ফর্ম বিলি ও এনরোলমেন্ট হচ্ছে। ছবি : পিটিআই (PTI)
5/5২ সপ্তাহের পরেও এসএমএস না এলে স্থানীয় পঞ্চায়েত/পৌরসভায় যোগাযোগ করুন। সেখানে কোনও সুরাহা না হলে দুয়ারে সরকারের হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। হেল্পলাইন নম্বর : ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬ । ইমেল আইডি: duaresarkar@gmail.com । ফাইল ছবি : পিটিআই (PTI)