ডিএ আন্দোলনের মাঝেই এবার সরকারি কর্মীদের 'অন্তর্ঘাত' নিয়ে বিস্ফোরক তত্ত্ব খাড়া করলেন মন্ত্রী মানস ভুইঁয়া। সঙ্গে ডিএ আন্দোলনে যোগ দেওয়া এক প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করলেন রাজ্যের অপর এক মন্ত্রী অখিল গিরি।
1/5রবিবার পূর্ব মেদিনীপুর জেলার সরকারি কর্মচারী ফেডারেশনের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই শাসকদলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য পেশ করেন অখিল গিরি, মানস রঞ্জন ভুঁইয়ারা। নিজের বক্তৃতায় ডিএ আন্দোলনকারীদের বেতন কাটার নিদান দেন অখিল গিরি। এদিকে মানস ভুইঁয়া 'অন্তর্ঘাতে'র বিষয়ে সতর্ক করে দেন। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী হুমায়ুন কবীর, ক্ষুদ্র কুটির শিল্প নিগমের চেয়ারম্যান সৌমেন মহাপাত্র, বিধায়ক তরুণ মাইতি। (Sudipta Banerjee)
2/5বর্তমানে, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান পদে রয়েছেন মানস ভুইঁয়া। রবিবারের অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন ডিএ আন্দোলনকারীরা সরকারি অফিসের কাজকর্মে অন্তর্ঘাত করছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও এমনই ইঙ্গিত দিয়েছিলেন। এবার তাঁর মন্ত্রীর মুখেও শোনা গেল সেই অন্তর্ঘাতের তত্ত্ব। (Sudipta Banerjee)
3/5এদিকে মানসবাবুর কথায়, ডিএ আন্দোলন রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। এর আগে পরপর সরকারি কর্মীদের ধর্মঘট এবং কর্মবিরতির সময় মানস ভুইঁয়া সতর্ক করেছিলেন সরকারি কর্মীদের। সেই সময় নরমে-গরমে আন্দোলনকারীদের অবস্থান প্রত্যাহার করতে বলেছিলেন তিনি। পরে অবশ্য বলেছিলেন, 'আমরা এটা বলছি না যে, আমরা ডিএ দেব না।' তিনি আরও বলেছিলেন, 'রাজ্যের প্রত্যেকটি ডিএম অফিস, এসডিও অফিস, বিডিও অফিসে কোঅর্ডিনেশন কমিটির লোকে ভরতি।' (Sudipta Banerjee)
4/5এদিকে অখিল গিরি রবিবারের অনুষ্ঠানে ডিএ আন্দোলনকারীদের বেতন কাটার পক্ষে সওয়াল করেন। তিনি অভিযোগ করেন, কাজ না করে আন্দোলন করছেন সরকারি কর্মীরা। অনুষ্ঠানে অখিল গিরি আরও বলেন, 'যাঁরা ধরনায় বসেছেন তাঁরা নিজেদের দায়িত্ব পালন না করেই আন্দোলন করছেন। আমি নিজে তিন থেকে চারজন বিএলআরও-র বদলির জন্য বলেছি। পুলিশের এক আধিকারিক গিয়েছিলের এর মধ্যে এক বিএলআরও-র কাছে। সেই পুলিশকর্তার থেকেও কুড়ি হাজার টাকা নিয়ে নিয়েছে। টাকা না দিলে কেউ কাজ করছে না।' (Sudipta Banerjee)
5/5এদিকে ডিএ আন্দোলনে অংশ নেওয়া সরকারি কর্মীদের দাবি, ব্যক্তিগত ছুটি খরচ করে তাঁরা আন্দোলনে যোগ দিয়েছেন। অখিল গিরির বেতন কাটার নিদানের পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দিতে শোনা যায় ডিএ আন্দোলনকারীদের। তাঁরা মন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেন, পারলে আপনি বেতন কেটে দেখান। এদিকে অন্তর্ঘাতের অভিযোগও উড়িয়ে দিয়ে তারা বলেন, ন্যায্য দাবিতেই ১০০ দিনের ওপরে আন্দোলন চলছে। (Sudipta Banerjee)