বীর সেনা জওয়ান সিদ্ধান্ত ছেত্রী। জঙ্গি হানায় শহিদ হয়েছেন তিনি।
1/5সিদ্ধান্ত ছেত্রী। মাত্র ২৫ বছর বয়সেই কাশ্মীরে জঙ্গি হানায় প্রাণ দিয়েছেন বাংলা মায়ের বীর সন্তান সিদ্ধান্ত। দার্জিলিংয়ের বিজনবাড়ির কিজম বস্তিতে বীর জওয়ানের বাড়ি। রবিবার যথাযোগ্য মর্যাদায় সিদ্ধান্ত ছেত্রীর শেষকৃত্য় সম্পন্ন হয়। কার্যত গোটা গ্রাম এদিন বেরিয়ে এসেছিল রাস্তায়। অনেকেরই চোখের জল বাঁধ মানছে না। পাহাড়ি যুবক সিদ্ধান্তের জন্য গর্বিত গোটা গ্রাম। চোখের জলে স্যালুট জানাল বিজনবাড়ি। (ANI)
2/5মাস খানেক আগে বিয়ে হয়েছিল সিদ্ধান্তের। বিয়ের অনুষ্ঠান হয়েছিল সম্প্রতি। এরপর গত ১৪ এপ্রিল তিনি কর্মস্থলের দিকে রওনা দিয়েছিলেন। ২০১৯ সালে তিনি সেনার প্যারা কমান্ডোতে যোগ দিয়েছিলেন। অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি তাঁর কর্তব্য সম্পাদন করতেন। (ANI Photo) (ANI)
3/5সম্প্রতি কাশ্মীরের রাজৌরি সেক্টরে জঙ্গিদের ধরতে অভিযানে নেমেছিল সেনা। সেই অভিযানে শরিক হয়েছিলেন বীর সিদ্ধান্ত। কিন্তু আচমকাই একটি গুহার সামনে বিস্ফোরণ হয়। তাতেই শহিদ হন সিদ্ধান্ত ছেত্রী। (ANI)
4/5
জম্মু থেকে বায়ুসেনার বিশেষ বিমানে তাঁর দেহ আনা হয়েছিল বাগডোগরায়। এরপর সেখান থেকে ব্যাংডুবি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়। সেখানে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয়। পাঁচ বীর শহিদ জওয়ানকে শ্রদ্ধা জানিয়েছিলেন পদস্থ আধিকারিকরা (ANI Photo)
(ANI)
5/5 রাজৌরি বেস ক্যাম্পে সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে দার্জিলিংয়ের বিজনবাড়়িতে সিদ্ধান্ত ছেত্রীর শেষকৃত্য হয়েছে। গোটা গ্রাম কার্যত কাঁদছে বীর জওয়ানের জন্য। কাঁদছে সদ্য স্বামীহারা স্ত্রী, গোটা পরিবার। বীর সিদ্ধান্ত চিরদিন থেকে যাবেন দার্জিলিংয়ের মানুষের মনে, চিরদিন থেকে যাবেন ভারতবাসীর মনে। (PTI Photo) (ANI)