Monsoon Update: স্লগ ওভারে তুলকালাম ব্যাটিং বর্ষার! দেশে খরার প্রবণতার আশঙ্কা ধুয়ে বৃষ্টির ঘাটতি পূরণ
Updated: 23 Sep 2023, 12:57 PM ISTচলতি বছরে শুষ্কতম অগস্ট মাস দেখা গিয়েছে। ওই মাসে ৩৬ শতাংশ বৃষ্টির ঘাটতি ছিল। আইএমডির মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, ‘গত দুই কয়েকদিনে দেশে বৃষ্টির পরিমাণ ভালোই ছিল। আর আগামী কয়েকদিন ধরে এই ফেজটি সক্রিয় থাকবে বলে মনে করা হচ্ছে।’
পরবর্তী ফটো গ্যালারি