Latest Allegation against Sandip Ghosh: আরজি কর কাণ্ডে ধৃতের থেকেই সামনে সন্দীপের আরও 'পাপ', শুনলে খাড়া হবে মাথার চুল
Updated: 20 Sep 2024, 07:17 AM ISTএবার সামনে এল আর জি কর হাসপাতালে ‘স্কিল ল্যাব’ তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ। দাবি করা হচ্ছ, নিজের ঘনিষ্ঠ সংস্থাকে এই স্কিল ল্যাব তৈরির বরাত দিয়েছিলেন সন্দীপ ঘোষ। এমনকী সেই সংস্থার নামে তাঁর কাছে অভিযোগ জমা পড়লেও তিনি কোনও পদক্ষেপ করেননি।
পরবর্তী ফটো গ্যালারি