বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা স্কাইমেট দাবি করল, এবছর দেশে দেরিতে প্রবেশ করবে বর্ষা। এদিকে আইএমডি এখনও বর্ষা আগামনের কোনও সময়সূচি ঘোষণা করেনি। তবে স্কাইমেটের কর্ণধার টুইটে দাবি করেছেন, এবছর জুন মাসের মাঝামাঝি সময়ও বেশ গরম থাকবে দেশে।
1/5স্কাইমেটের প্রতিষ্ঠাতা তথা কর্ণধার জতিন সিং টুইটে দাবি করেছেন, এবছর জুন মাসের মাঝামাঝি সময়ও বেশ গরম থাকবে দেশে। তিনি বলেন, বর্ষা আগমনের চিহ্ন খুবই দুর্বল দেখাচ্ছে এখনও। তিনি অবশ্য জানান, ১৮ মে থেকে উত্তর ভারতে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে পারে। তবে বর্ষা আগমনে দেরি হওয়ায় খারিফ শস্য রোপণেও দেরি হবে এবছর। (PTI)
2/5দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সাধারণত কেরল উপকূল থেকে ভারতীয় উপমহাদেশে ঢোকে। এই প্রক্রিয়া সাধারণত ১ জুনের আশেপাশে শুরু হয়। তবে আগামী ১৫ দিনের পূর্বাভাসে স্কাইমেটের তরফে জানানো হচ্ছে, বর্ষা আগমনে এবার বিলম্ব হতে পারে। এর আগে গতমাসে স্কাইমেট দাবি করেছিল, এবছর বর্ষায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে। (PTI)
3/5ভারতে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চার বছর ভালো বর্ষা হয়েছে। এই চার বছরে সার্বিক ভাবে দেশের বার্ষিক বৃষ্টির গড় পরিমাণ ছিল ১,২৬৮ মিলিমিটার। এই বৃষ্টিপাত লা নিনা-র জন্য হয়েছে বলে মত আবহাওয়াবিদদের। তবে এবছর ফের ফিরছে এল নিনো। এর জেরে বর্ষা স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে বলে দাবি করেছে স্কাইমেট। (PTI)
4/5স্কাইমেট জানাচ্ছে, এবছর স্বাভাবিক গড়ের (১৯৭১ থেকে ২০০১ সালের বার্ষিক বৃষ্টিপাতের গড়) তুলনায় জুন মাসে ১ শতাংশ কম বৃষ্টি হতে পারে। এদিকে জুলাই মাসে স্বাভাবিক গড়ের তুলনায় ৫ শতাংশ কম বৃষ্টি হতে পারে। অগস্টে স্বাভাবিক গড়ের তুলনায় ৮ শতাংশ কম বৃষ্টি হতে পারে দেশে। এবং বর্ষা বিদায়ের আগে সেপ্টেম্বর মাসে স্বাভাবিক গড়ের তুলনায় ১০ শতাংশ কম বৃষ্টি হতে পারে দেশে। (PTI)
5/5এদিকে আইএমডি দাবি করেছে যে এবছর স্বাভাবিকের আশেপাশেই বৃষ্টি হবে দেশে। আইএমডি জানিয়েছে, এবছর বর্ষা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা ৩৫ শতাংশ, স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা ২৯ শতাংশ, এদিকে ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা ২২ শতাংশ, বর্ষা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা ১১ শতাংশ এবং অতিরিক্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা মাত্র ৩ শতাংশ। (PTI)