কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া সহ দক্ষিণবহ্গের মোট ১১টি জেলায় আজ জারি করা হয়েছে কমলা সতর্কতা। পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে উত্তরের তুলনায়। একনজরে দেখে নিন বৃহস্পতির আবহাওয়ার পূর্বাভাস।
1/6আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে আজ ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে। এর জন্য এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এর মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। (PTI)
2/6কলকাতা ও আশেপাশের অঞ্চলের আকাশ আজ সকাল থেকেই আংশিক মেঘলা। সঙ্গে ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর কিছুক্ষণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। (PTI)
3/6এদিকে আজ হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায়। এই জেলাগুলিতে আজ ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে আজ দুপুর নাগাদ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। পরে এই জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে বিকেলের দিকে। পূর্ব ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। (PTI)
4/6এদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় আগামী চারদিনও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জন্য আগামী কয়েকদিনের জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। (PTI)
5/6এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এই সবকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এদিকে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কিছু কিছু জায়গায় আজ ভারী বৃষ্টিপাতের (৭০ থেকে ১১০ মিলিমিটার) সম্ভাবনা রয়েছে। (PTI)
6/6এদিকে আগামী চারদিনও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঝড়বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই আবহে এই জেলাগুলিতে আগামী চারদিনের জন্যও হলুদ সতর্কতা জারি থাকবে বলে জানানো হয়েছে। এদিকে আগামী পাঁচদিনে উত্তরবঙ্গের তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। (PTI)