বাংলা নিউজ > ছবিঘর > Latest Rain & Storm Forecast in Kolkata: ভরদুপুরের আকাশ হল কালো, কলকাতা ও দক্ষিণবঙ্গে কতদিন চলবে ঝড়বৃষ্টি?

Latest Rain & Storm Forecast in Kolkata: ভরদুপুরের আকাশ হল কালো, কলকাতা ও দক্ষিণবঙ্গে কতদিন চলবে ঝড়বৃষ্টি?

দুর্যোগ নামতে পারে, আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। এই আবহে দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। তবে সকাল থেকে আকাশে ছিল ঝলমলে রোদ। তবে বেলা গড়াতেই বদলে গেল আকাশের রূপ। কালো মেঘে ছেয়ে গেল দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ। তারই মাঝে সূর্য উঁকি দিচ্ছে। হাওয়াও বইছে বেশ কিছু জায়গায়।