সকাল থেকেই অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। চড়া রোদ। সঙ্গে বাতাসের আর্দ্রতায় ঝরছে ঘাম। তবে বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে কিছুটা। তবে গাঙ্গেও পশ্চিমবঙ্গের বেশ কটি জেলায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হচ্ছে। উত্তরবঙ্গে অবশ্য আজ ঝড়বৃষ্টি জারি থাকবে।
1/5আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে আজ। এই আবহে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামিকালও এই জেলাগুলিতে ঝড়বৃষ্টি জারি থাকতে পারে। এই আবহে আগামিকালও এই জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা। (HT_PRINT)
2/5এদিকে আজ এবং আগামিকাল কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। তবে এই দু'দিন ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং বীরভূমে। এই আবহে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আগামী ২২ থেকে ২৪ তারিখ ফের কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। সেই দু'দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (HT_PRINT)
3/5হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার আকাশ মূলত মেঘহীন থাকবে। শুষ্ক আবহাওয়ার পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম অুভূত হবে। বিকেলের দিকে বজ্রপাত সহ হালকা বৃষ্টির একটা ক্ষীণ সম্ভাবনা অবশ্য রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। (HT_PRINT)
4/5এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। এর জেরে উত্তরবঙ্গের আট জেলা - দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (HT_PRINT)
5/5আগামী পাঁচদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আগামী পাঁচদিনে। এদিকে আগামী পাঁচদিনে সাগরে কোনও ঝড় বা ঘূর্ণাবর্তের পূর্বাভাস নেই। (HT_PRINT)