ঘূর্ণিঝড় মোখার কারণে এতদিন ধরে বঙ্গোপসাগর থেকে বঙ্গে প্রবেশ করতে পারছিল না কোনও জলীয় বাষ্প। তবে ঘূর্ণিঝড়ের বিদায়ের পর রাস্তা সাফ হয়ে গেল। সাগর থেকে রাজ্যে প্রবেশ করবে জলীয় বাষ্প। পাশাপাশি ঘূর্ণিঝড়ের রেখে যাওয়া কিছু কালো মেঘও প্রভাব ফেলবে বাংলার ওপরে। ১৭ তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে।
1/6আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে নদিয়া ও মুর্শিদাবাদেও। এরপর আগামিকালও হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশ লাগোয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উপকূলীয় পূর্ব মেদিনীপুরে। তবে আজ এবং আগামিকাল কলকাতা বা গাঙ্গেও পশ্চিমবঙ্গের অন্য কোনও জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। (AP)
2/6আগামী ১৭ থেকে ২২ মে-এর মধ্যে অন্তত দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের বুলেটিন অনুয্য়ী, ১৭, ১৭ এবং ১৯ তারিখ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই তিনদিন বাংলার সব জেলায় ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর জেরে দক্ষিণের সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (AP)
3/6এদিকে ১৬ তারিখ দক্ষিণবঙ্গের ৬ জেলায় তৈরি হবে তাপপ্রবাহের পরিস্থিতি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহ দেখা দিতে পারে। এই সাত জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গাঙ্গেও পশ্চিমবঙ্গে আজ এবং আগামিকাল ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। এরপর আগামী তিনদিনে বৃষ্টির কারণে পারদ নামবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। (AP)
4/6এদিকে আজ থেকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি শুরু হবে। এর জেরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ এবং আগামী দু'দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের সব জেলায়। এই ক'দিন উত্তরের আট জেলায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী তিনদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। (AP)
5/6আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে মোটের ওপর আজ আবহাওয়া শুষ্ক থাকবে শহরে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। (AP)
6/6এর আগে গতকাল রবিবার কলকাতা এবং আশেপাশেপ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য নীচে। এছাড়া গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। এছাড়া, গতকাল শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ, সর্বনিম্ন পরিমাণ ছিল ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি। (AP)