গোটাদিন অস্বস্তিকর গরমের পর বিকেল বা সন্ধ্যা নাগাদ স্বস্তির বৃষ্টি নামতে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই আবহে হাওয়া অফিসের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে পাঁচ জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী দু'দিন অবশ্য কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে।
1/4আর কিছুক্ষণে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে পারে। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জেরে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (AFP)
2/4এদিকে আর কিছুক্ষণের মধ্যেই মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি পর্যন্ত যেতে পারে। এই আবহে এই পাঁচ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেও বিকেলের পর ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। এর জেরে উত্তরের আট জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। (AFP)
3/4এদিকে আগামিকাল এবং আগামী পরশু কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। তবে এই দু'দিন ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং বীরভূমে। এই আবহে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আগামী ২২ এবং ২৩ তারিখ ফের কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। সেই দু'দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (AFP)
4/4আগামী পাঁচদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আগামী পাঁচদিনে। এদিকে আগামী পাঁচদিনে সাগরে কোনও ঝড় বা ঘূর্ণাবর্তের পূর্বাভাস নেই। (AFP)