বাংলা নিউজ > ছবিঘর > Latest Update on Aditya L1 Solar Mission: ১৫ লাখ কিমি পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছবে ইসরোর সৌরযান, সময় লাগবে কতদিন?

Latest Update on Aditya L1 Solar Mission: ১৫ লাখ কিমি পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছবে ইসরোর সৌরযান, সময় লাগবে কতদিন?

চন্দ্রযান ৩-এর সাফল্যে গোটা বিশ্বে প্রশংসার পাত্র ইসরো। সেই অভিযান চলাকালীনই এবার মহাকাশে সৌরযান পাঠাতে চলেছে ইসরো। আগামী ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি রকেটে উৎক্ষেপণ করা হবে আদিত্য এল১ স্যাটেলাইট। গন্তব্যে পৌঁছতে কতদিন সময় লাগবে এই সৌরযানের?