নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পশ্চিমবঙ্গের ওপর। সিকিম থেকে উত্তর ঝাড়খন্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ। এর ফলে রাজ্যের কিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বটে। তবে আগামী কয়েকদিন মোটের ওপর শুষ্ক থাকবে আবহাওয়া। এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব আপাতত পড়বে না বঙ্গে।
1/6হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিনে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হতে পারে। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার ফলে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা - দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতও হবে। তবে উত্তরবঙ্গের বাকি আর কোনও জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। (PTI)
2/6হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিনে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের তাপমাত্রা। এদিকে দক্ষিণবঙ্গেও আগামী পাঁচদিনে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পারদ চড়তে পারে। এদিকে আগামী ১১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় শুধুমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে কোথাও তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানায়নি হাওয়া অফিস। (PTI)
3/6এদিকে হাওয়া অফিস জানিয়েছে, শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে। ৮ তারিখ সকালের দিকে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। পরে ৯ তারিখ সেটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ পরিণত হতে পারে। ৯ তারিখের পর এই নিম্নচাপ উত্তর দিকে এগোতে থাকবে। তারপর মধ্য বঙ্গোপসাগরের কাছে ১০ তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। (PTI)
4/6আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রাভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপূঞ্জে ৮ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে এই দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বাইতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে ইতিমধ্যেই লাল সকর্তকা জারি করা হয়েছে এই দ্বীপপুঞ্জে। ৮ তারিখ, সোমবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার সেই হাওয়ার বেগ আরও বেড়ে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটারে পৌঁছতে পারে। (PTI)
5/6কিন্তু এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের ওপর কী প্রভাব ফেলবে তা বুঝতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে ১১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। উলটে তাপমাত্রা বাড়বে। সঙ্গে অস্বস্তিকর গরম অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে যাবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। (PTI)
6/6আজ কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যাথাক্রমে ৩৬ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গতকাল শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিাস, যা স্বাভাবিক। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮০ শতাংশ। ১০ তারিখ নাগাদ কলকাতায় পারদ আরও চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তখন তাপমাত্রা বেড়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌছবে। (PTI)