সব দিক থেকে দেখলে এই লক্ষ্মী নারায়ণ যোগের ফলে একাধ... more
সব দিক থেকে দেখলে এই লক্ষ্মী নারায়ণ যোগের ফলে একাধিক রাশি লাভবান হতে চলেছে। এই সময়কালে বুধ কর্কট থেকে বেরিয়ে সিংহতে প্রবেশ করবে। একনজরে দেখে নেওয়া যাক, এই সময়কালে কোন কোন রাশি লাভবান হতে চলেছে।
1/11গ্রহের গতিবিধির উপর অনেক কয়টি বিষয় নির্ভর করছে। জ্যোতিষমতে এমনই বিশ্বাস রয়েছে। গ্রহের গতিবিধি পাল্টাতেই ১২ রাশির উপর নানান প্রভাব পড়ে। ফলে মানুষের জীবনেও নানান প্রভাব পড়তে থাকে।
2/11জুলাই মাসে ইতিমধ্যেই গ্রহের যুতি দেখা গিয়েছে। মিথুন রাশিতে ২ টি গ্রহ একসঙ্গে রয়েছে। ২ জুলাই মিথুন রাশিতে বুধ এসেছে, আর ১৩ জুলাই এসেছে শুক্র।
3/11বলা হচ্ছে, দুটি গ্রহের এই যুতির ফলে লক্ষ্মী নারায়ণ যোগ দেখা যেতে চলেছে। বলা হচ্ছে, লক্ষ্মী ও নারায়ণের সম্পর্কিত এই যোগ, ধন, সম্পত্তি, বৈভবের দিক থেকে খুবই উপকারি।
4/11তবে ধন বৈভবের দিক থেকে এই লাভদানকারী যোগ বেশিদিন স্থির হবে না। ১৩ তে শুরু করে ১৭ জুলাই পর্যন্ত চলবে এই যোগ। ১৭ জুলাইয়ের পর ৩১ জুলাই রাশি পরিবর্তন করতে চলেছে বুধ।
5/11সব দিক থেকে দেখলে এই লক্ষ্মী নারায়ণ যোগের ফলে একাধিক রাশি লাভবান হতে চলেছে। এই সময়কালে বুধ কর্কট থেকে বেরিয়ে সিংহতে প্রবেশ করবে। একনজরে দেখে নেওয়া যাক, এই সময়কালে কোন কোন রাশি লাভবান হতে চলেছে।(ছবিটি প্রতীকী)
6/11সিংহ- সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ খুবই লাভদায়ী হবে। জুলাই মাসে এই কয়েকদিনের এণন বিশেষ যোগ, সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আলাদা করে লাভ এনে দেবে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
7/11সিংহ রাশিতে প্রভাব লক্ষ্মী নারায়ণ যোগের- ব্যবসায় রয়েছে উন্নতি। তবে ভেবে চিন্তা করে নিতে হবে সিদ্ধান্ত। আপনার পরিশ্রম সফল হবে। (ছবিটি প্রতীকী)
8/11তুলা- ১৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত সময় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভাল। এই সময়কালে তুলা রাশি পাবে একাধিক শুভ সংবাদ।
9/11তুলা রাশিতে প্রভাব লক্ষ্মী নারায়ণ যোগের-সিদ্ধান্ত হঠকারীতার সঙ্গে নেবেন না। তবে সিদ্ধন্ত সঠিক পথে এগোলে দারুন লাভ পাবেন। চাকরিতে ব্যাপক উন্নতি হওয়ার যোগ রয়েছে।
10/11বৃষ-বৃষ রাশির জন্য লক্ষ্মী নারায়ণ যোগ খুবই শুভ। এই রাশির জাতক জাতিকারা বহু দিন ধরে চলা সমস্যা থেকে রেহাই পাবেন। (ছবিটি প্রতীকী)
11/11বৃষ রাশিতে প্রভাব লক্ষ্মী নারায়ণ যোগের-বহু দিন ধরে আর্থিক দিক থেকে কোনও সমস্যা যদি আপনাকে বিব্রত করে থআকে তাহলে তা কেটে যাবে। লক্ষ্মী নারায়ণ যোগ আপনাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে।