তিনবার ওপেন করতে নামেন গিল, আউট হয়েও ফের ব্যাট করেন জাদেজারা, দু'দলের হয়েই মাঠে নামেন পূজারা-বুমরাহরা। দেখে নিন লেস্টারশায়ারের বিরুদ্ধে ভারতের অনুশীলন ম্যাচের এমনই সব অদ্ভুত কাণ্ড।
1/7লেস্টারশায়ারের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অনুশীলন ম্যাচে দু'দলের হয়েই মাঠে নামেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। তবে শুভমন গিল ম্যাচের ৩টি ইনিংসে ওপেন করতে নামেন। ম্যাচের প্রথম দিনে রোহিতের সঙ্গে ভারতের হয়ে ওপেন করেন গিল। দ্বিতীয় দিনে কেএস ভরতকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার ভারতের হয়ে ওপেন করতে নামেন তিনি। ম্যাচের শেষ দিনে আজাদকে সঙ্গী করে গিল ওপেন করতে নামেন লেস্টারশায়ারের হয়ে।
2/7শুভমন গিলের মতোই ম্যাচে দু'দলের হয়ে তিনটি ইনিংসে মোট তিনবার ব্যাট করতে নামেন হনুমা বিহারী। ভারতের হয়ে উভয় ইনিংস ছাড়াও লেস্টারশায়ারের হয়ে শেষ ইনিংসে ব্যাট করেন তিনি।
3/7চেতেশ্বর পূজারা ম্যাচে দু'দলের হয়ে পরপর ২টি ইনিংসে ব্যাট করেন। তিনি লেস্টারের হয়ে প্রথম ইনিংসে এবং ঠিক তার পরেই ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন।
4/7একবার আউট হয়েও একই ইনিংসে ফের ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। ভারতের দ্বিতীয় ইনিংসে তিনি মোট দু'বার ব্যাট হাতে মাঠে নামেন। তার আগে ভারতের হয়ে প্রথম ইনিংসেও ব্যাট করেছিলেন তিনি। সুতরা, লেস্টারের বোলারদের শ্রেয়সকে মোট তিনবার আউট করতে হয়।
5/7ভারতের দ্বিতীয় ইনিংসে একবার শূন্য রানে আউট হওয়ার পরে ফের ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন রবীন্দ্র জাদেজা। তিনিও ম্যাচে মোট ৩ বার ব্যাট করতে নামেন।
6/7প্রসিধ কৃষ্ণা ভারত ও লেস্টারশায়ার, দু'দলের হয়েই বল করেন।
7/7জসপ্রীত বুমরাহকেও লেস্টার ও ভারত দু'দলের হয়েই বোলিং করতে দেখা যায়। ম্যাচে লেস্টারের হয়ে ব্যাট করেন ঋষভ পন্ত। লেস্টারের হয়ে বোলিং করেন নভদীপ সাইনি, সাই কিশোর ও কমলেশ নাগারকোটিও।