Own Luxurious Private Islands: সমুদ্রের প্রতি টান রয়েছে একাধিক বলিউড এবং হলিউড তারকার। সেই টানেই আস্ত একটা দ্বীপ কিনে নিয়েছেন তাঁরা। জানেন কোন কোন তারকার নিজস্ব বিলাসবহুল দ্বীপ রয়েছে-
1/8বলিউড এবং হলিউড তারকারা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। কিন্তু জানেন কি, একাধিক তারাকাদের নিজস্ব ব্যক্তিগত দ্বীপ রয়েছে। কোটি কোটি টাকা খরচ করে সেই দ্বীপ কিনেছেন তাঁরা। এই তালিকায় রয়েছেন কোন কোন তারকা দেখুন-
2/8লিওনার্দো দ্য ক্যাপ্রিও- ১.৭৫ মিলিয়ন ডলার খরচ করে ব্ল্যাকডোর কায়ে নামে ১০৪ একর জায়গার নিজস্ব একটি দ্বীপ কিনেছেন এই হলিউড অভিনেতা। সেখানে তিনি FYI নামে একটি ইকো-রিসর্টও তৈরি করেছেন।
3/8শাহরুখ খান- দুবাইয়ের একটি ব্যক্তিগত দ্বীপ রয়েছে এই বলিউড সুপারস্টারের। এটিকে জান্নাত বলা হয় এবং এটি পাম জুমেরিয়াতে অবস্থিত। দ্বীপের ভিলার দাম ২.৮ মিলিয়ন ডলার।
4/8শাকিরা- ২০১১ সালে উত্তর বেরি জেলার বাহামাসের বন্ডস কে নামে একটি দ্বীপ কিনেছিলেন এই বিশ্ববিখ্যাত গায়িকা। ১৬ মিলিয়ন ডলার দিয়ে ওই দ্বীপটি কিনেছিলেন তিনি। ৭০০ একর নিয়ে অবস্থিত ওই দ্বীপটিতে পাঁচটি সৈকত রয়েছে। গায়িকা এটিকে পরিবেশ বান্ধব করার অভিপ্রায়ে কিনেছিলেন। রিসোর্ট ইকো হোটেলও রয়েছে।
5/8পামেলা অ্যান্ডারসন- প্রাক্তন স্বামী টমি লি বেওয়াচ তারকার মন জয় করতে দুবাইয়ের উপকূলে একটি ব্যক্তিগত দ্বীপ তাঁকে উপহার হিসেবে দিয়েছিলেন। শোনা গিয়েছিল, টিকে একটি ইকো-রিসর্টে পরিণত করতে পারেন। তবে সেখানে কোনও উন্নতিই দেখা যায়নি।
6/8ব্র্যাড পিট- ব্র্যাড পিট তার প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির কাছ থেকে ৫০তম জন্মদিনে একটি দ্বীপ পেয়েছিলেন। নিউ ইয়র্ক সিটি কোস্ট থেকে প্রায় ৫০ মাইল দূরে অবস্থিত সেই দ্বীপ, নাম পেট্রা।
7/8বেয়ন্সে এবং জ্যাজ- এই পাওয়ার কাপলের বাহামা এবং ফ্লোরিডায় দুটি ব্যক্তিগত দ্বীপ রয়েছে। সঠিক কোথায় রয়েছে তাঁরা প্রকাশ করেননি, কারণ নিজেদের ব্যক্তিগত জীবন তাঁরা ব্যক্তিগত রাখতে পছন্দ করেন।
8/8জর্জ ক্লুনি- অভিনেতা লন্ডন থেকে ৩৭ মাইল দূরে টেমস নদীর কাছে ৫.৫ একরের ব্যক্তিগত দ্বীপ কিনেছেন। বিরাট রাজপ্রাসাদ তৈরি করেছেন সেই দ্বীপে।