Kerala lesbian brides in ‘wedding’ photoshoot: ফতেমা এবং আদিলা। বহু দিনের প্রেম। এবার কি বিয়ে? হালের ফটোশ্যুটি সেই দল্পনাই উসকে দিল।
1/7ছোটবেলা থেকে পরস্পরকে চিনতে আদিলা আর নাসরিন বা নুরা। তখন থেকেই শুরু ভালোলাগা। পরে ঠিক করে ফেলেন, জীবনসঙ্গী হিসাবেই পরস্পরের সঙ্গে থাকবেন তাঁরা।
2/7কিন্তু ভাবনা, ইচ্ছার সঙ্গে বাস্তবের তফাত থাকে। এঁদের দু’জনের ক্ষেত্রেও তাই হয়েছিল। সমকামী যুগল প্রথম ধাক্কাটি পান পরিবার থেকেই। দু’জনের বাবা-মা এবং পরিবার এই বিষয়টি মেনে নেন না। ফলে বাধা পড়ার উপক্রম হয় তাঁধের সম্পর্কে।
3/7এর পরে সামাজিক বাধাও ছিল। কিন্তু সেই বাধার সঙ্গে লড়তে শুরু করেন তাঁরা। দ্বারস্থ হন আদালতের। আদালতের তরফে তাঁদের একসঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়। এর পরে আর ফিরে তাকাতে হয়নি তাঁদের।
4/7এই যুগল প্রকাশ্যেই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে গিয়েছেন। শুধু তাই নয়, এই যুগল হালে এক ফটোশ্যুটও করেছেন। সেখানে তাঁদের বাগদান এবং বিয়ের সাজে দেখা গিয়েছে।
5/7অনেকেই প্রশ্ন করেছেন, তাঁরা বিয়ে করে নিলেন কি না? কিন্তু না, এখনও বিয়ে করেননি তাঁরা। যদিও শোনা যাচ্ছে, এমন ভাবনার মধ্যেই আছেন তাঁরা। এই ফটোশ্যুটও তারই দিকে এক ধাপ বলে মনে করছেন অনেকেই।
6/7এই ফটোশ্যুটে লহেঙ্গার সাজে সেজেছিলেন দু’জনেই। তাঁদের এই ফটোশ্যুটের ছবিগুলি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
7/7অনেকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন এই যুগলকে। বলেছেন, এই সাহসী যুগল সত্যি সত্যিই খুব সুন্দর জীবন কাটাবেন।