চপ্পল বা কিটোটা পায়ে গলালেন। তারপর বাইক নিয়ে হুস করে বেরিয়ে গেলেন। এমনই যদি অভ্যাস থাকে, তবে পকেটে ১,০০০ টাকা রেখে দিন। কেন?
1/5কারণ জরিমানা হিসাবে এই টাকা দিতে হতে পারে। হ্যাঁ, পা ঢাকা নয়, এমন জুতো পরে গাড়ি চালালে জরিমানা হবে, নিয়ম এমনই। ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
2/5মোটরযান আইন অনুসারে, ভারতে বাইক চালানো বা গাড়ি চালানোর সময় আপনাকে অবশ্যই নির্দিষ্ট ধরনের পোশাক পরতে হবে। প্রতীকী ছবি : এএনআই (HT_PRINT)
3/5আর সেই নিয়ম অনুযায়ী, মোটরসাইকেল চালানোর সময়ে অবশ্যই পা-ঢাকা কোনও জুতো পরতে হবে। ফাইল ছবি: পিটিআই (HT_PRINT)
4/5সত্যি বলতে, পা ঢাকা জুতো পরলে বাইক চালাতেও সুবিধা হবে। গিয়ার বদল, পেছনের ব্রেক, বাইক থেকে ওঠা নামার ক্ষেত্রেও সুবিধা হয়। তাই মোটরসাইকেল চালানোর সময়ে পা ঢাকা জুতো পরেই চালান। ছবি : পিটিআই (HT_PRINT)
5/5একইভাবে মোটরগাড়ি চালানোর সময়ে অবশ্যই ফুল ট্রাউজার এবং শার্ট বা টি-শার্ট পরতে হবে। সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছেন বলে হাফ প্যান্ট পরে গাড়ি চালালে চলবে না। নিয়মের অমান্যের জন্য হতে পারে ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা। ফাইল ছবি: টুইটার (HT_PRINT)