অনেকেই নিজের মনের কথা খুলে বলতে চান না। কিন্তু কোনও কোনও রাশির জাতক কথা গোপন করেন নিজের স্বামী বা স্ত্রী থেকেও।
1/6অনেকেই মনে করেন, বৈবাহিক সম্পর্কের মধ্যে বিশ্বাসটাই আসল কথা। পরস্পরের কাছে মনের কথা খুলে বলা। সমস্যার কথাও খুলে বলাই বৈবাহিক সম্পর্কের অঘোষিত নিয়ম। কিন্তু কোনও কোনও রাশির জাতকরা এই কাজটি করেন না। তাঁরা স্বামী বা স্ত্রীর থেকে অনেক কিছুই গোপন করে যান। দেখে নেওয়া যাক, তাঁরা কারা? কী বলছে জ্যোতিষ?
2/6লিব্রা (২৩ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবরের মধ্যে জন্ম): এই রাশির জাতকরা সত্যি কথা বলতে পছন্দ করেন। কিন্তু কোনও কোনও সময়ে তাঁরা স্বামী বা স্ত্রীর থেকে কথা গোপন করতে চান। বিশেষ করে সেই কথা যদি কোনও সমস্যা নিয়ে হয়, তাহলে তাঁরা সেটি অন্য জনকে জানাতে চান না। জ্যোতিষ বলছে, এর পিছনে কোনও অসৎ উদ্দেশ্য নেই। আসলে এঁরা চান না, অন্য জন মানসিকভাবে চাপে পড়ুন। বিশেষ করে অর্থনৈতিক সমস্যার কথা এঁরা অন্য জনকে জানান না।
3/6টরাস (২০ এপ্রিল থেকে ২১ মের মধ্যে জন্ম): এই রাশির জাতকরা একটু হাতখোলা ধরনের হন। অর্থাৎ অনেক সময়েই হিসাবের বাইরে গিয়ে বেশি মাত্রায় খরচ করে ফেলেন তাঁরা। তাই এঁদের অর্থনৈতিক সমস্যা লেগেই থাকতে পারে। সে কথা এঁরা স্বামী বা স্ত্রীকে জানাতে চান না। চেপে যেতেই পছন্দ করেন।
4/6ক্যানসার (২১ জুন থেকে ২২ জুলাইয়ের মধ্যে জন্ম): নিজের কাজের বিষয় নিয়ে এই রাশির জাতকরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হন। এবং তাঁরা ভাবতে পারেন না, ব্যর্থ হবেন। কিন্তু যদি কখনও তাঁরা ব্যর্থ হন? সে কথা তাঁরা কাউকে বলেন না। কারণ তাতে তাঁদের ইমেজ খারাপ হয় বলে মনে করেন তাঁরা। ঠিক এই কারণেই স্বামী বা স্ত্রীকেও সে কথা বলেন না তাঁরা।
5/6অ্যাকোয়ারিয়াস (২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে জন্ম): অর্থনৈতিক বিষয়ে এই রাশির জাতকরা কারও উপর খুব একটা ভরসা করেন না। তাঁরা নিজের টাকাপয়সা, ব্যাঙ্ক ব্যালেন্সের কথা কাউকেই জানাতে পছন্দ করেন না। এই তালিকায় রয়েছেন তাঁদের স্বামী-স্ত্রীরাও।
6/6পাইসেস (১৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে জন্ম): এই রাশির জাতকরা কারও উপর খুব এখটা ভরসা রাখতে পারেন না। আর সেই কারণেই কোনও কথাই খুব একটা খুলে বলতে পারেন না তাঁরা। এই তালিকা থেকে বাদ নন তাঁদের স্বামী-স্ত্রীরাও।