ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের একাধিক স্কিম রয়েছে। বিভিন্ন আয়ের মানুষের জন্য এই সব প্রকল্প রয়েছে। এলআইসি-তে বিনিয়োগ করলে ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। বিনিয়োগে কোনও ঝুঁকিও থাকে না। এলআইসি বিশেষ করে মহিলাদের সুরক্ষার জন্য একটি প্রকল্প চালু করেছে। জেনে নিন সেই প্রকল্পের বিস্তারিত।
1/4ভারতীয় জীবন বিমা কর্পোরেশন (এলআইসি) মহিলাদের আর্থিক চাহিদার কথা মাথায় রেখে আধারশিলা নামক একটি প্রকল্প শুরু করেছে। ৮ থেকে ৫৫ বছর বয়সি মহিলারা এলআইসি-র এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। আপনি যদি এই স্কিমে দৈনিক ২৯ টাকা জমা করেন, তাহলে আপনি এই স্কিমের মেয়াদপূর্তিতে ৪ লক্ষ টাকা পেতে পারেন। জেনে নিন এই পরিকল্পনার বিশদ। (HT_PRINT)
2/4একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। আপনি যদি প্রতিদিন ২৯ টাকা সাশ্রয় করেন তবে আপনি এলআইসি আধারশিলায় বছরে ১০,৫৮৫ টাকা জমা দেবেন। আপনি যদি ২০ বছর ধরে এই প্রকল্পে বিনিয়োগ করেন তাহলে আপনি মোট ২ লাখ ১১ হাজার ৭০০ টাকা জমা দেবেন। আপনি যদি ৩০ বছর বয়সে এই প্রকল্পে বিনিয়োগ শুরু করেন তাহলে ৫০ বছর বয়সে এই স্কুমের ম্যাচিউরিটির সময় আপনি ৩ লাখ ৯৭ হাজার টাকা পাবেন। (HT_PRINT)
3/4এলআইসি-র আধারশিলা প্ল্যানে নিরাপত্তা এবং সঞ্চয়ের উভয় বিকল্পই প্রদান করে। শুধুমাত্র আধারকার্ডধারী মহিলারাই এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। এলআইসি-র এই পরিকল্পনায় পলিসিধারীর মৃত্যুর পরে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পলিসিধারক জীবিত থাকলে পলিসির মেয়াদপূর্তিতে টাকা পাবেন। (HT_PRINT)
4/4এলআইসি আধারশিলা প্ল্যানের অধীনে ন্যূনতম সঞ্চিত অর্থের পরিমাণ ৭৫ হাজার টাকা হতে পারে এবং সর্বোচ্চ ৩ লক্ষ টাকা৷ পলিসির মেয়াদ সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ২০ বছর। ৮ থেকে ৫৫ বছর বয়সি মহিলারা এলআইসি-র এই প্ল্যানে বিনিয়োগ করতে পারেন। এই প্ল্যানের সর্বোচ্চ মেয়াদপূর্তির বয়স ৭০ বছর। প্ল্যানের প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে দেওয়া যায়। (HT_PRINT)