আদানি গোষ্ঠীতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং LIC-র বিনিয়োগ কত? হিন্ডেনবার্গ বিতর্কের পর থেকে এই নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। এর প্রেক্ষিতেই LIC-র অবস্থান স্পষ্ট করল সরকার। আদানিতে LIC-র মোট অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট-এর ১%-এরও কম বিনিয়োগ করা হয়েছে। ফলে LIC-র ভবিষ্যত নিয়ে শঙ্কা নেই।
1/5 আদানি গ্রুপের ইক্যুইটি এবং ঋণে 'বেশি টাকা রাখেনি LIC।' মোট ভ্যালুয়েশনের ১%-এরও কম টাকা রেখেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। মঙ্গলবার সংসদে এমনটাই জানিয়েছে কেন্দ্র সরকার। এর আগে LIC-ও অবশ্য এই মর্মেই বিবৃতি প্রকাশ করেছিল। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5আদানি গোষ্ঠীতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং LIC-র বিনিয়োগ কত? হিন্ডেনবার্গ বিতর্কের পর থেকে এই নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। এর প্রেক্ষিতেই LIC-র অবস্থান স্পষ্ট করল সরকার। ফাইল ছবি: পিটিআই (Reuters)
3/5মঙ্গলবার রাজ্যসভায় একটি লিখিত উত্তরে, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ বলেন, আদানি গ্রুপের সংস্থায় LIC-র কেনা ইক্যুইটির মোট ক্রয় মূল্য ছিল ৩০,১২৭ কোটি টাকা। পরে আদানির শেয়ারের সঙ্গে পাল্লা দিয়ে LIC-র টাকা বেড়েছে। ২৭ জানুয়ারি বাজার ক্লোজের সময়েও আদানির কোম্পানিতে LIC-র শেয়ারের দাম ছিল ৫৬,১৪২ কোটি টাকা। অর্থাত্, লাভজনক পর্যায়েই থেকেছে LIC । ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Reuters)
4/5এর পাশাপাশি কেন্দ্র এটাও স্পষ্ট করেছে যে, এই ৩০ হাজার কোটি টাকা অনেকটা মনে হতেই পারে। তবে তা সংস্থার মোট অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট-এর নিরিখে LIC-র ১%-এরও কম। ৩০ সেপ্টেম্বর ২০২২-এর হিসাব অনুযায়ী LIC-র মোট AUM ৪১.৬৬ লক্ষ কোটি কাটা। ফলে, খাতায় কলমে আদানি গ্রুপে LIC-র মোট AUM-এর মাত্র ০.৯৭৫% বিনিয়োগকৃত রয়েছে। ফাইল ছবি : ইকোনমিক টাইমস (Reuters)
5/5কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলি আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্ডেনবার্গের তোলা অভিযোগের বিষয়ে সংসদীয় প্যানেল গড়ে তদন্তের দাবি করেছে। আদালতের গঠিত তদন্ত কমিটির মাধ্যমেও বিষয়টি খতিয়ে দেখার আর্জি করেছে কংগ্রেস। আদানি গোষ্ঠী যদিও বরাবরই শেয়ার কারচুপি, অ্যাকাউন্টিং জালিয়াতি ও ঝুঁকিপূর্ণ ঋণের দাবি খারিজ করেছে। ফাইল ছবি: পিটিআই (Reuters)