ইতিমধ্যে বাজারে এসে গিয়েছে জীবন বিমা নিগমের (এলআইসি) ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও)। রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার শেয়ার কেনার জন্য অনেকেই উদগ্রীব হয়ে আছেন। প্রতিটি শেয়ারের দাম ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকার স্তরে রাখা হয়েছে। কিন্তু শেয়ার কেনার জন্য আদতে বেশি টাকা দিতে হবে। কত টাকা খরচ পড়বে, তা জেনে নিন -
1/5আজ বাজারে এসে গিয়েছে জীবন বিমা নিগমের (এলআইসি) ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও)। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কেনাবেচা। প্রতিটি শেয়ারের দাম ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকার স্তরে ধার্য করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5বিমা সংস্থার ৩.৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হয়েছে। সেই পরিমাণ শেয়ার বিক্রি করে বাজার থেকে ২১,০০০ কোটি টাকা থেকে ৩০,০০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/5বাজারে মোট ২২.১৩ কোটি শেয়ার ছাড়া হয়েছে। পলিসিহোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার (২.২১ কোটি শেয়ার) এবং এলআইসির কর্মচারীদের জন্য ১৫ লাখ শেয়ার সংরক্ষিত রাখা হচ্ছে। এলআইসির পলিসিহোল্ডাররা শেয়ারপিছু ৬০ টাকা এবং খুচরো বিনিয়োগকারী ও কর্মীরা ৪০ টাকা ছাড় পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4/5বিনিয়োগকারীদের (রিটেল ইনভেস্টর) ন্যূনতম ১৫ টি শেয়ার কিনতে হবে। অর্থাৎ এলআইসির শেয়ার কেনার জন্য কমপক্ষে ১৩,৫৬০ টাকা দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/5আগামী ৯ মে (সোমবার) পর্যন্ত শেয়ার কেনার সুযোগ মিলবে। তারইমধ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) তরফে জানানো হয়েছে, শনিবারও এলআইসির শেয়ার কেনা যাবে। যা সচরাচর হয় না। সেক্ষেত্রে এলআইসির শেয়ার কেনার জন্য বাড়তি একটি দিন পাচ্ছেন লগ্নিকারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)