LIC IPO: অভিষেকে ‘সাড়া’ মিলল ৬৭%, পলিসিহোল্ডারদের অংশে আবেদন পড়ল ১.৯ গুণ
Updated: 05 May 2022, 12:04 AM ISTরেপো রেটের কাঁটার মধ্যেই বুধবার 'অভিষেক' হল জীবন বিমা নিগমের (এলআইসি) ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও)। দুপুরের দিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তরফে রেপো রেট বাড়ানোর ঘোষণা করা হয়। তারপর হুড়মুড়িয়ে পতন হয় শেয়ার বাজারের। তা সত্ত্বেও প্রথমদিনে সার্বিকভাবে মোট ৬৭ শতাংশ আইপিওয়ের সাবস্ক্রাইব হয়ে গিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি