রেপো রেটের কাঁটার মধ্যেই বুধবার 'অভিষেক' হল জীবন বিমা নিগমের (এলআইসি) ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও)। দুপুরের দিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তরফে রেপো রেট বাড়ানোর ঘোষণা করা হয়। তারপর হুড়মুড়িয়ে পতন হয় শেয়ার বাজারের। তা সত্ত্বেও প্রথমদিনে সার্বিকভাবে মোট ৬৭ শতাংশ আইপিওয়ের সাবস্ক্রাইব হয়ে গিয়েছে।
1/9রেপো রেটের ধাক্কা সত্ত্বেও 'অভিষেক' মন্দ হল না জীবন বিমা নিগমের (এলআইসি) ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও)। প্রথমদিনেই সার্বিকভাবে মোট ৬৭ শতাংশ আইপিওয়ের সাবস্ক্রাইব হয়ে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/9পরিসংখ্যান অনুযায়ী, পলিসিহোল্ডার এবং কর্মীদের জন্য সংরক্ষিত শেয়ার ধরে মোট ১৬.২ কোটি শেয়ার বাজারে ছাড়া হয়েছিল। বুধবার ১০.২ কোটি শেয়ারের জন্য আবেদনপত্র জমা পড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/9পরিসংখ্যান অনুযায়ী, পলিসিহোল্ডারদের জন্য যে পরিমাণ শেয়ার রাখা হয়েছে, তার ১.৯ গুণ সাবস্ক্রিপশন হয়েছে। কর্মচারীদের জন্য সংরক্ষিত আইপিওয়ের ১০০ শতাংশের সাবস্ক্রিপশন হয়ে গিয়েছে প্রথমদিনে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/9বিষয়টি নিয়ে স্যামকো সিকিউরিটিজের ইক্যুইটি রিসার্চের প্রধান ইয়েশা শাহ বলেছেন, ‘আইপিওয়ের পরিমাণ বিচার করসে চাহিদা ভালো বলে মনে হচ্ছে। আরবিআইয়ের (রেপো) রেট বৃদ্ধির হার সার্বিকভাবে বাজারের (বড়সড়) প্রভাব ফেললেও আমাদের মতে, এলআইসি আইপিওয়ের উপর তেমন প্রভাব পড়বে না।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/9এলআইসির প্রতিটি শেয়ারের দাম ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকার স্তরে ধার্য করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
6/9বিমা সংস্থার ৩.৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হয়েছে। সেই পরিমাণ শেয়ার বিক্রি করে বাজার থেকে ২১,০০০ কোটি টাকা থেকে ৩০,০০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/9বাজারে মোট ২২.১৩ কোটি শেয়ার ছাড়া হয়েছে। পলিসিহোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার (২.২১ কোটি শেয়ার) এবং এলআইসির কর্মচারীদের জন্য ১৫ লাখ শেয়ার সংরক্ষিত রাখা হচ্ছে। এলআইসির পলিসিহোল্ডাররা শেয়ারপিছু ৬০ টাকা এবং খুচরো বিনিয়োগকারী ও কর্মীরা ৪০ টাকা ছাড় পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
8/9বিনিয়োগকারীদের (রিটেল ইনভেস্টর) ন্যূনতম ১৫ টি শেয়ার কিনতে হবে। অর্থাৎ এলআইসির শেয়ার কেনার জন্য কমপক্ষে ১৩,৫৬০ টাকা দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
9/9আগামী ৯ মে (সোমবার) পর্যন্ত শেয়ার কেনার সুযোগ মিলবে। তারইমধ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) তরফে জানানো হয়েছে, শনিবারও এলআইসির শেয়ার কেনা যাবে। যা সচরাচর হয় না। সেক্ষেত্রে এলআইসির শেয়ার কেনার জন্য বাড়তি একটি দিন পাচ্ছেন লগ্নিকারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)