বাংলা নিউজ > ছবিঘর > LIC Jeevan Mangal Niti: মাসে মাত্র ৬০ টাকার বিমিময়ে মিলবে জীবনের সুরক্ষা, জানুন LIC-র এই নীতির বিস্তারিত

LIC Jeevan Mangal Niti: মাসে মাত্র ৬০ টাকার বিমিময়ে মিলবে জীবনের সুরক্ষা, জানুন LIC-র এই নীতির বিস্তারিত

এলআইসি জীবন মঙ্গল নীতি: ভারতের জীবন বিমা কর্পোরেশনের এমন অনেকগুলি নীতি রয়েছে, যা ঝুঁকি কভারের সুবিধা প্রদান করে। সুরক্ষার পাশাপাশি সেই স্কিমে বিনিয়োগ করলে ভালো রিটার্নও পাওয়া যায়। এদিকে অনেক বিনিয়োগকারী নিরাপত্তা এবং বিনিয়োগের জন্য ভিন্ন লক্ষ্য নির্ধারণ করতে চান অর্থাৎ তাঁরা দুটিকে একত্রিত করতে চান না। এলআইসি তাঁদের জন্য একটি বিশেষ নীতি চালু করেছে, যার নাম জীবন মঙ্গল নীতি। এই পলিসি ন্যূনতম ৬০ টাকার মাসিক প্রিমিয়াম কভারের নিশ্চয়তা দেয়৷ এই প্ল্যানে, আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত সুরক্ষা নিতে পারেন।

অন্য গ্যালারিগুলি