রিপোর্ট অনুযায়ী, মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে ২,৩৭১ কোটি টাকার স্ট্যান্ডালোন নেট মুনাফা করেছে LIC। গত বছরের তুলনায় যা প্রায় ১৮% কম।
1/6এক নজরে জেনে নিন LIC IPO সম্পর্কিত সমস্ত তথ্যাবলী। ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)
2/6রিপোর্ট অনুযায়ী, মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে ২,৩৭১ কোটি টাকার স্ট্যান্ডালোন নেট মুনাফা করেছে LIC। গত বছরের তুলনায় যা প্রায় ১৮% কম।(ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) (Soumick/HT Bangla)
3/6বোর্ড ইক্যুইটি শেয়ার প্রতি ১.৫০ টাকা ডিভিডেন্ডের সুপারিশ করেছে। ফাইল ছবি : ইকোনমিক টাইমস (Soumick/HT Bangla)
4/6ত্রৈমাসিকে LIC-র নেট প্রিমিয়াম আয় ১৮% বেড়ে ১.৪৩ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। ফাইল ছবি : রয়টার্স (Soumick/HT Bangla)
5/6এই ফলাফল ঘোষণার আগে, LIC-এর স্ক্রীপ NSE-তে ১.৮১% বেড়ে ৮৩৬.৫০ টাকায় ক্লোজ হয়েছিল। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)
6/6এলআইসি-র শেয়ার তার আইপিও ইস্যু প্রাইস থেকে ১৫%-এরও বেশি কমে গিয়েছে। চলতি মাসের শুরুর দিকে, ১৭ মে, ২০২২-এ LIC স্টক মার্কেটে আত্মপ্রকাশ করেছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) (Soumick/HT Bangla)